কলকাতা: শনিবার ইদ উপলক্ষে প্রতিবারের মতো রেড রোডে নমাজের আগে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই মঞ্চ থেকেই খুশির ইদে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না।’’ সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও জানান, ‘‘লোকতন্ত্র চলে গেলে সব চলে যায়। আজ দেশের সংবিধান এবং ইতিহাস বদলে যাচ্ছে। যা খুশি করছে। তার পর এনআরসি আনার কথা বলেছে। কিন্তু আমি ও সব কিছু হতে দেব না। আমি মাথা ঝোঁকাব না। ভরসা রাখুন। আমরা লড়াই করব, ভয় পাব না।’’
বিজেপিকে কড়া ভাষায় আক্রমণও করেন মমতা। তিনি বলেন, “কেউ কেউ বিজেপির থেকে টাকা নিচ্ছে আর মুসলিম ভোট ভাঙার চেষ্টা করছে। আমি বলি তোমাদের এত ক্ষমতা হয়নি যে তোমরা মুসলিম ভোট ভাঙতে পারবে। কারও প্ররোচনায় পা দেবেন না”।
মমতা আরও বলেন, “কোনো কোনো গদ্দার পার্টি অশান্তি লাগাতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। আপনারা শান্তিতে থাকুন। ভয় পাবেন না। আমরা আছি”। ভাগাভাগি করে কেউ নেতা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আপনারা আল্লাহের কাছে দুয়া করুন যাতে ওদের দাদাগিরি বন্ধ হয়।”
আরও পড়ুন: ডিএ নিয়ে নবান্নের বৈঠকে অধরা রফাসূত্র, আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি যৌথমঞ্চের