স্টারকিডদের তালিকায় সবসময়ই উপরের দিকে থাকে তাঁর নাম। সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চিত সে।
সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় থাকেন শাহরুখ কন্যা সুহানা খান। আর সেখানে তার বন্ধু ও অনুগামীর সংখ্যা প্রচুর। মাঝেমধ্যেই নিজের কাটানো বিভিন্ন মুহুর্তের ছবি তিনি শেয়ার করেন তাদের সাথে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হন সবাই। আসলে তিনি এমন সব লাস্যময়ী ছবি পোস্ট করেন, যা দেখে পুরুষ অনুগামীদের হৃদস্পন্দন বাড়তে বাধ্য।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও, ছবি পোস্ট করে দর্শকদের মনোরঞ্জন করতে জুড়ি মেলা ভার সুহানার। দীর্ঘদিন ধরেই সুহানা তাঁর ভিন্ন ভিন্ন আকর্ষণীয় লুকের ছবি পোস্ট করে বহু প্রশংসা কুড়িয়েছেন।
এইবারও তার ব্যতিক্রম হল না। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেই ছবি শেয়ার করেছেন শাহরুখ কন্যা। সুহানার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায়। তার ফ্যাশন সেন্স, প্রশংসার যোগ্য।
খুব শিঘ্রই জোয়া আখতারের ছবির মাধ্যমে অভিনয় জহতে হাতখড়ি হবে সুহানার। সুহানা এবং অগস্ত্য দু’জনেই জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে ডেবিউ করবেন।
ফ্য়াশান স্টেটমেন্টের জন্য বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশংসা কুড়িয়ে নেন স্টার কিড সুহানা খান। শাড়ি কিংবা ওয়েস্টার্ন পোশাক সবেতেই বাজিমাত করেন শাহরুখ তনয়া।
বোল্ড লুকে ফ্যানেদের মনে ঝড় তুললেন সুহানা। মা গৌরি খানের ডিজ়াইন করা পোশাকেই ফটো শুট করেন তিনি। তাঁর পরনে সাদা টপ ও ডেনিম। সাধারণ জিন্স-টপেও সমানভাবে নজর কাড়ছেন স্টার কিড সুহানা। একটি বিছানার উপর শুয়ে ফটো শুট করেছেন তিনি।
শুধু ওয়েস্টার্ন পোশাকই নয় মাঝেমধ্যে শাড়িও পরেন সুহানা। মনীশ মালহোত্রার ডিজ়াইন করা লাল শাড়ি ও হাত কাটা ব্লাউজেও সমানভাবে নজর কেড়েছেন তিনি।
তবে, বেশ কিছুদিন আগেই গায়ের রঙ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শাহরুখ কন্যা সুাহান খান। সুাহানর অভিযোগ ছিল ছোট বয়সে তাঁকে অনেকে ‘কালা, কালি’ বলে সম্মোধন করত।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন