Homeবিনোদনপ্রয়াত হিন্দি চলচ্চিত্রের অগ্রদূত অভিনেত্রী কামিনী কৌশল : এক সংগ্রামী জীবনের গল্প

প্রয়াত হিন্দি চলচ্চিত্রের অগ্রদূত অভিনেত্রী কামিনী কৌশল : এক সংগ্রামী জীবনের গল্প

প্রকাশিত

প্রবীণ বলিউড অভিনেত্রী কমিনি কৌশল প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৮ বছর। হিন্দি সিনেমার অন্যতম সম্মানিত ও জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের এক অনন্য যুগের অবসান ঘটাল। প্রতিভা, সৌন্দর্য ও সাবলীল অভিনয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছিলেন।

পত্রিকার সাংবাদিক ভিকি লালওয়ানি ইনস্টাগ্রামে পোস্ট করে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, “কমিনি কৌশলের পরিবার অত্যন্ত লো-প্রোফাইল। তাঁরা বর্তমানে গোপনীয়তা কামনা করছেন।”

ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কামিনী কৌশল এমন এক নাম, যিনি অভিনয়, শিক্ষা এবং ব্যক্তিগত আদর্শের অনন্য সমন্বয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। রেডিও শিল্পী হিসেবে তাঁর যাত্রা শুরু হলেও, পরে তিনি চলচ্চিত্রে হয়ে ওঠেন এক উজ্জ্বল নক্ষত্র।

শৈশব ও প্রাথমিক জীবন

কামিনী কৌশল জন্মগ্রহণ করেন এক জ্ঞানমুখী পরিবারে। তাঁর বাবা এস. আর. কাশ্যপ লাহোরের গভর্নমেন্ট কলেজের অধ্যাপক এবং সায়েন্স কংগ্রেস-এর সভাপতি ছিলেন। উদ্ভিদবিদ্যায় তিনি প্রায় ৫০টিরও বেশি গ্রন্থ রচনা করেছিলেন। ছোটবেলা থেকেই পরিবারে জ্ঞানচর্চার ওপর বিশেষ জোর দেওয়া হলেও, সন্তানদের ইতিবাচক কাজে উৎসাহ দেওয়াই ছিল তাঁদের মূল নীতি।

শৈশবে কামিনী “উমা” নামে লাহোর রেডিওতে শিশু শিল্পী হিসেবে কাজ করেন (১৯৩৭–১৯৪০)। এরপর কলেজজীবনে (১৯৪২–১৯৪৫) দিল্লিতে শুরু হয় তাঁর মঞ্চনাটকের যাত্রা।

কলেজ জীবন ও অভিনয়ের প্রতি ঝোঁক

যদিও চলচ্চিত্রে আসার স্বপ্ন তাঁর ছিল না, তবে তিনি অভিনেতা অশোক কুমারের বড় ভক্ত ছিলেন। কলেজে যুদ্ধ তহবিল সংগ্রহের অনুষ্ঠানে একবার অশোক কুমার ও লীলা চিটনিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি মজা করে অশোক কুমারের চুল টেনে ধরেছিলেন—সেই স্মৃতি তিনি পরে এক সাক্ষাৎকারে আনন্দের সঙ্গে মনে করেছিলেন।

চলচ্চিত্রে প্রবেশ : ‘নীচা নগর’

চেতন আনন্দ তাঁকে নায়িকা হিসেবে নির্বাচন করেন তাঁর চলচ্চিত্র ‘নীচা নগর’–এ, যা ১৯৪৬ সালে মুক্তি পায়। এটাই ছিল তাঁর প্রথম ছবি এবং মুক্তির পর এই ছবি মন্ট্রিল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারও জিতে নেয়। এই চলচ্চিত্রে পরিচালক চেতন আনন্দ তাঁর নাম ‘উমা’ থেকে পরিবর্তন করে ‘কামিনী’ রাখেন, কারণ সেই ছবিতে চেতন আনন্দের স্ত্রী, উমা আনন্দও অভিনয় করেছিলেন। কামিনীর কথায়, চলচ্চিত্রে সুযোগ পাওয়ার ক্ষেত্রে জোহরা সেহগল, উমা আনন্দ এবং সেতারবাদক রবিশঙ্করেরও বড় ভূমিকা ছিল।

বিবাহ, পরিবার ও কর্মজীবন

‘নীচা নগর’-এর পর তিনি লাহোরে ফিরে গেলেও নিয়মিত কাজের প্রস্তাব পেতে থাকেন। ১৯৪৭ সালে আকস্মিক বিয়ের পর তিনি মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। চলচ্চিত্রে বিবাহিত নারীকে নায়িকা হিসেবে গ্রহণ করার প্রচলন তখনও তৈরি হয়নি। তবুও সাহসের সঙ্গে তিনি সেই প্রথা ভেঙে দেন এবং বিবাহ-পরবর্তী সময়েও প্রধান নায়িকা হিসেবে কাজ করেন—যা ছিল ভারতীয় সিনেমায় প্রথম।

শিক্ষা ও নৃত্যচর্চা

উচ্চশিক্ষিত অভিনেত্রী হিসেবে তিনি অনন্য—ইংরেজিতে স্নাতক (বি.এ.) ডিগ্রি অর্জন করেছিলেন। মুম্বাইয়ের শ্রী রাজরাজেশ্বরী ভারত নট্য কলা মন্দিরে তিনি ভারতনাট্যম শিখেছিলেন গুরু টি. কে. মহালিঙ্গম পিল্লাইয়ের কাছে।

চলচ্চিত্র জগতে সাফল্য

১৯৪৮ সাল থেকে তিনি অভিনয় করেছেন সেই সময়ের প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গে—অশোক কুমার, রাজকাপুর, দেব আনন্দ, রাজকুমার ও দিলীপ কুমারসহ অনেকের সঙ্গে। তাঁর স্বাভাবিক অভিনয়শৈলী, শিক্ষাগত পটভূমি ও দৃঢ় ব্যক্তিত্ব তাঁকে বাংলা ও হিন্দি উভয় ভাষার দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয় করে তোলে। তাঁর শেষ ছবি আমির খান অভিনীত ‘লাল সিংহ চড্ডা’। তার আগে ২০১৩ সালে শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিংহ’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’, গৌতম ঘোষকে আজীবন সম্মাননা

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা নামল বৃহস্পতিবার। এবারের উৎসবে...

ইডেনে স্পিন আক্রমণে ভরসা ভারতের, একাদশ চূড়ান্ত হবে শুক্রবার উইকেট দেখার পর: শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে...

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতে, তবুও সংক্রমণ কমেছে ২১% — WHO-র গ্লোবাল টিবি রিপোর্টে মিশ্র চিত্র

WHO-র টিবি রিপোর্টে উঠে এসেছে, বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতের। তবে গত ৯ বছরে টিবি সংক্রমণ কমেছে ২১%। চিকিৎসা কভারেজ, মৃত্যুহার হ্রাস এবং TB Mukt Bharat অভিযানেও অগ্রগতির ছবি উঠে এসেছে।

আরও পড়ুন

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’, গৌতম ঘোষকে আজীবন সম্মাননা

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা নামল বৃহস্পতিবার। এবারের উৎসবে...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...