ফের বিতর্কের ঝড়। তারকাদের কোনও কাজ, যে কোনও কথা এখন পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করেন নেটাগরিকরা।
নিত্যদিনই কোনও না কোনও অদ্ভূত মন্তব্য করে লাইমলাইট কেড়ে নেন বলি ডিভা কঙ্গনা রানাওয়াত। আলপটকা মন্তব্য করাতে তার জুড়ি মেলা ভার। আর এইসব মন্তব্যের কারণে ট্রোলডও কম হননা তিনি। তবুও, কন্ট্রোভার্সি কুইন কঙ্গনাকে থামায় কার সাধ্যি।
কিন্তু আবার কি তিনি বললেন, নিজের প্রতি অগাধ আত্মবিশ্বাস ও সাহস দু’টোই খুব বেশি অভিনেত্রীর। তাঁর প্রত্যেক কথায় প্রকাশ পায় সেই আত্মবিশ্বাস। কিন্তু তিনি নাকি নিজেকে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মধুবালার সঙ্গে মিল খুঁজে পান। কিন্তু তার এই কথা নেটিজেনদের কাছে খুব একটা যুক্তিপূর্ণ বলে গ্রাহ্য হয়নি।
এই পোস্টের ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘মানুষ চায় আমি অনস্ক্রিনে সিনেমার দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি। আমি যখন কেরিয়ার শুরু করি তখন মধুবালার তরুণী বয়সের সঙ্গে হুবহু মিল ছিল আমার। এখনকার কথা অবশ্য বলতে পারব না’।
নেটিজেনদের বক্তব্য, ‘কঙ্গনার সম্পূর্ণ মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কোন দৃষ্টিকোণ থেকে নিজেকে মধুবালার সঙ্গে তুলনা করছেন তিনি?’ কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।