উদ্যোক্তা কৃতী শ্যানন। ‘ফিটনেস কমিউনিটি’-তে নিজের জায়গা করতে উদ্যোগী অভিনেত্রী। অপর তিন ফিটনেস ট্রেনার ও কো-ফাউন্ডার রবিন বহেল, কর্ণ সহনে ও অনুষ্কা নন্দানির সঙ্গে হাত মিলিয়ে শুরু করেছিলেন ওয়েলনেস স্টুডিও ‘দ্য ট্রাইব’।
তবে এইবার আরও এক ধাপ এগিয়ে গেলেন কৃতী। নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন। সূত্রের খবর, বোনের সঙ্গে মিলেই নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন অভিনেত্রী।
মঙ্গলবারের পোস্টের শেষে কৃতী লিখেছিলেন, ‘আগামিকাল বড় ঘোষণা করা হবে। সঙ্গে থাকুন এই পোস্টে বোন নূপুর স্যাননকে ট্যাগ করেছেন কৃতী।‘
পড়ুন: সুশান্ত সিং রাজপুতের পরিণতি হত রাহুলের, কেন এই বিস্ফোরক মন্তব্য অভিনেতার?
নিজের প্রযোজনা সংস্থা খুললেন কৃতী। তাঁর প্রথম সিনেমার নায়িকা কাজল। মঙ্গলবার ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘এইবার গিয়ার বদলানোর সময় এসেছে। এই ইন্ডাস্ট্রিতে আমার ন’টা বছর স্বপ্নের মতো ছিল। ছোট্ট ছোট্ট ধাপে বাচ্চার মতো শিখেছি, বেড়ে উঠেছি আর আজকে অভিনেত্রী হয়ে উঠেছি। সিনেমা তৈরির প্রত্যেকটা পদক্ষেপ আমি খুব ভালোবাসি। আরও কিছু করার সময় এসে গেছে। এমন গল্প বলতে চাই যা আমার মন ছুঁয়ে গেছে, হয়তো আপনাদেরও মন জিতে নেবে। অবশেষে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার প্রযোজনা সংস্থা ব্লু বাটারফ্লাই ফিল্মস।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন