Homeবিনোদনবি-টাউনে মাধুরী দিক্ষিতের সেরা ছবি কোনগুলি? জেনে নিন

বি-টাউনে মাধুরী দিক্ষিতের সেরা ছবি কোনগুলি? জেনে নিন

মাধুরী দিক্ষিতকে বলা হয় বলিউডের রানি। তাঁর হাসি থেকে নাচ সব কিছুর দিবানা গোটা দেশ। মাধুরী মঞ্চে ওঠা মানেই ৯০-এর গানের তালে, নাচের তালে দর্শকের মন দুলে উঠবে।

প্রকাশিত

মাধুরী দিক্ষিতকে বলা হয় বলিউডের রানি। তাঁর হাসি থেকে নাচ সব কিছুর দিবানা গোটা দেশ। মাধুরী মঞ্চে ওঠা মানেই ৯০-এর গানের তালে, নাচের তালে দর্শকের মন দুলে উঠবে।

বলিউড কেরিয়ারে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত। পর্দায় তাঁর উপস্থিতি যে আকর্ষণ তৈরি করে, বহু দর্শক তাকে মাধুরী ম্যাজিক নামে ডাকেন। হিন্দি ছবির জগতের বড় নাম মাধুরী দীক্ষিত।

বহু ছবিতেই উল্লেখযোগ্য দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। ‘অবোধ’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। ‘তেজাব’, ‘দিল’, ‘বেটা’,  ‘হম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’ এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। শুধু অভিনয় করাই নয়, বহু ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন।

তাঁর ছবির তালিকায় রয়েছে নানা ধরনের ছবি। ‘রাম লক্ষণ’, ‘ত্রিদেব’, ‘খলনায়ক’, ‘রাজা’ থেকে ‘সাজন’। অভিনয় দক্ষতা দিয়ে পদ্মশ্রীও পান মাধুরী।

মাধুরী দীক্ষিতের অভিনীত ছবির জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে জনপ্রিয় তাঁর নাচও। তাঁর নাচ দর্শকমহলে চর্চিত এবং প্রশংসিত। অভিনয় করেছেন ‘পুকার’, ‘দেবদাস’, ‘লজ্জা’র মতো ছবিতে। সমস্ত ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে পারেন মাধুরী দীক্ষিত। তাঁর অভিব্যক্তি, চরিত্রকে মুখে ফুটিয়ে তোলার দক্ষতা নজর কাড়ে।

এছাড়া সিরিয়াস ছবিতে যেমন তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। তেমনই অভিনয় করেছেন কমেডি ছবিতেও। ‘টোটাল ধামাল’ ছবিতে মাধুরী দীক্ষিতের অভিনয় প্রশংসিত হয়।

ছোট পর্দাতেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে মাধুরী দীক্ষিতকে। একাধিক শো-এর বিচারকের আসনে দেখা গেছে তাঁকে।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। মুম্বইয়ের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 'অগ্নিসাক্ষী', 'গুলাম এ মুস্তাফা'র মতো ছবির পরিচালক ছিলেন তিনি।

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে