বি-টাউনে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। যদিও মালাইকা বা অর্জুন দুজনের কেউই প্রথম থেকে এই বিষয়ে মুখ খোলেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে, মালাইকা স্পষ্ট জানান, ”আমরা পরবর্তী অধ্য়ায়ের জন্য প্রস্তুত।” তবে এর থেকে বেশি আর কিছু বলতে চাননি মালাইকা। অর্জুনের নাম শুনে অবশ্য মুচকি হেসেছে মালাইকা।
কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালোবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তবে এবার প্রথমবার বিয়ে নিয়ে মুখ খুললেন মালাইকা।
মালাইকার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদের বহু আগে থেকে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যেকারণে আরবাজের পরিবারে এইনিয়ে জটিলতাও তৈরি হয় বলে শোনা গিয়েছিল।
শুধুই তাই নয় মালাইকার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন অর্জুনের বাবা বনি কাপুরও। তিনি সেই সময় অর্জুনকে মালাইকার থেকে দূরে থাকর পরামর্শ দেন। বনি কাপুরের আশঙ্কা ছিল মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ালে সলমনের খারাপ নজরে পড়তে পারেন অর্জুন। তাতে তাঁর কেরিয়ারের জন্য ভয়ানক ক্ষতি হতে পারে। কারণ সেসময় সলমনের বোন অর্পিতা খানের সঙ্গেও অর্জুন প্রেম করছিলেন বলে শোনা যায়। আর অর্পিতার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই অর্জুন মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ান।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন