দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। মুম্বাইয়ে জন্ম নেওয়া এই সুন্দরী এখন তামিল-তেলেগু সিনেমার পাশাপাশি বলিউডেও দারুণ ভাবে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ট্রেন্ড পোস্ট আ ফটো অফ অর্থাৎ নিজের বিশেষ কোনও মুহূর্তের ছবি পোস্ট করতে হবে। যেটা আগে কখনও কেউ দেখেনি। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় পূজা হেগড়ে। সম্প্রতি তিনি কয়েকটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে।
তবে তাঁর ওই সব ছবি দেখে মন ভরেনি নেটিজেনদের একাংশের। তারা কমেন্ট সেকশনে নানারকম দাবি জানায়। সেই ছবি দেখেই এক ভক্ত আবদার করে বসে, তার নগ্ন ছবি দেখার।
না, ভক্তের আবদার ফেলেননি পূজা। নগ্ন ছবি দিয়েই সেই ইচ্ছা পূরণ করেছেন। তবে সেই নগ্ন ছবি পূজার পায়ের। দুই পায়ের পাতার ছবি তুলে সেটা শেয়ার করেন পূজা। আর ক্যাপশনে লেখেন, ‘নাঙ্গে পাও’ বা নগ্ন পা।
পূজা হেগড়ের এমন বুদ্ধিদীপ্ত জবাবে মুগ্ধ হয়েছে সবাই। মেজাজ নিয়ন্ত্রণে রেখে অসভ্য অনুরাগীকে সুন্দরভাবেই শায়েস্তা করলেন নায়িকা।
এই ইদে মুক্তি পেতে চলেছে সলমান খান, পূজা হেগড়ে অভিনীত ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। এখন জোর কদমে চলছে ছবির প্রচার।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন