উপহার। তাও আবার যে সে উপহার নয়। ২ কোটি টাকা দামের হিরের আংটি উপহার পেলেন তামান্না ভাটিয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেছিলেন তামান্না ভাটিয়া। তাঁর হাতে বিশালাকার একটি হিরে জ্বলজ্বল করছিল। যা দেখামাত্রই হইচই শুরু করেন নেটিজেনরা।
উপহার পেয়ে অবাক হয়েছিলেন নায়িকা। অবশ্যই খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভালো লাগা প্রকাশ করতে এক মুহূর্তও দেরি করেননি তিনি।
উপাসনা ওই উপহারের ছবি শেয়ার করেছিলেন। তাঁকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন তামান্না। এমনকি ছবির সাফল্য কামনা করেও উইশ করেছেন তিনি। সব মিলিয়ে প্রযোজকের স্ত্রীয়ের সঙ্গে নায়িকার যে বন্ধুত্বের সম্পর্ক, তা আর বলার অপেক্ষা রাখে না।
শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি বিশ্বের পঞ্চম বৃহৎ হিরের মালিক। সেই বহুমূল্য রত্ন বসানো আংটি তাঁকে উপহার দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা। ২০১৯ সালে ‘নরসিংহ রেড্ডি’ ছবির শুট শেষে এই উপহার তিনি তুলে দেন তামান্না ভাটিয়ার হাতে। পেল্লাই আকৃতির এক হিরের আংটি পরা অভিনেত্রীর ছবি শেয়ারও করেছিলেন রাম চরণের স্ত্রী। যিনি ‘নরসিংহ রেড্ডি’র প্রযোজনাও করেছিলেন। এই আংটির দাম না কি ২ কোটি টাকা।
পড়ুন: ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে নতুন চমক, কী জানালেন দেব?
সম্প্রতি তামান্না ইন্সটাগ্রামে জানিয়েছেন, ‘আমার আঙুলে যে আংটি দেখা যাচ্ছে, সেটা আদতেও হিরে নয়। আর এর দামও ২ কোটি না। এটি শুধুমাত্র একটি বোতল ওপেনার ছিল। প্রযোজক উপাসনা রসিকতা করেই এই ছবি টুইট করেছেন।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন