আসছে দেব-বিরশা জুটির আগামী ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ৷ তার আগেই পরিচালককে জিনিয়াস তকমা দিয়ে দিলেন অভিনেতা ৷
ব্যোমকেশের চরিত্রে যে এইবার দেবকে দেখা যাবে, এই খবর আর নতুন নয়। তবে এই ছবির পরিচালক কে হবেন, তা নিয়ে বহুদিন ধরেই চলছিল জলঘোলা।
শোনা যাচ্ছিল, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ই না কি দেবের ব্যোমকেশ অর্থাৎ ব্য়োমকেশ দূর্গরহস্য়ের পরিচালনা করবেন। তবে আপাতত, সেই গুঞ্জনে ইতি টেনেছিলেন দেব নিজেই। সৃজিত নন, দেবের এই ছবির পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন বিরশা দাশগুপ্ত।
পড়ুন: সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন জিতু কমল? নবনীতার উদ্দেশ্যেই কী এই বার্তা অভিনেতার?
সোশ্যাল মিডিয়ায় বিরশা লিখেছেন, ‘শুধু তোমারই জন্য থেকে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। দেব বড়ো হলো, আর আমি বুড়ো’। রূপোলি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। এইবার গোয়েন্দা চরিত্রের ভূমিকায় দেখা যাবে দেবকে।‘
টুইটে দেব লিখেছেন, ‘ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us