শুক্রবার মুম্বই বিমানবন্দরে প্যাপেদের ক্যামেরায় একেবারে ঝলমলে লুকে ক্যামেরাবন্দী হন উর্বশী। লাল ক্রপ টপ সঙ্গে জ্যাকেট, লাল প্যান্ট, চোখে কেতাদুরস্ত রোদচশমা পড়া লুকে দেখা গেল অভিনেত্রীকে। উর্ব্শীকে দেখা মাত্র ঋষভকে নিয়ে প্রশ্ন করে বসেন পাপারাৎজিরা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ। সম্প্রতি সেই ভিডিয়ো দেন ইনস্টাগ্রামে। অভিনেত্রী কি দেখেছেন সেই ছবি?
উর্বশী বলেন, ‘‘হ্যাঁ, ঋষভ আমাদের দেশের সম্পদ। আমাদের গর্ব ঋষভ পন্থ। আমার প্রার্থনা ওঁর সঙ্গে সবসময় আছে।’’
গত ডিসেম্বরেই ভয়াবহ দুর্ঘটনায় ঋষভ পন্থ গুরুতর অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হন। মাত্রাতিরিক্ত রক্তক্ষয়, একাধিক ফ্যাকচারে জর্জরিত ঋষভের জন্য তখন থেকেই ব্যাকুল হয়েছিলেন উর্বশী। ইনস্টাগ্রামে সাদা পায়রা দিয়ে শান্তির বার্তা পাঠিয়েছিলেন খেলোয়াড়ের দুঃসময়ে। অভিনেত্রীর মা’ও আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। এই মুহূর্তে ঋষভ সুস্থ হয়েছেন অনেকটাই। তবে এখনও যত্ন ও বিশ্রামের প্রয়োজন।
গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম পন্থ আবার কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন তার কোনও ঠিক নেই। তবে দিল্লির তারকা উইকেটকিপার-ব্যাটার যে চলতি বছর আইপিএলে খেলতে পারবেন না তা মোটের ওপর নিশ্চিত। কারণ তাঁর চোট যে জায়গায় তাতে মে মাসের আগে মাঠে ফেরা কার্যত অসম্ভব।
সংবাদ সূত্রে খবর, আইপিএল না খেলতে পারলেও স্বাভাবিকভাবেই চুক্তির টাকা পাওয়ার কথা নয় পন্থের। কিন্তু মানবিকতার পরিচয় দিয়ে বিসিসিআই পন্থ তাঁর আইপিএল চুক্তির পুরো ১৬ কোটি টাকাই দেবে।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us