Homeবিনোদনবি-টাউনে পড়াশুনার দৌড়ে কোন তারকা কার থেকে এগিয়ে? জেনে নিন

বি-টাউনে পড়াশুনার দৌড়ে কোন তারকা কার থেকে এগিয়ে? জেনে নিন

প্রকাশিত

বলিউডের নায়ক নায়িকাদের নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন জাগ্রত হয়। তাঁদের লাইফস্টাইল থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার খুঁটিনাটি বিষয়গুলি জানতে চান ভক্তরা।

বিশেষ করে বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা জানার জন্য আগ্রহ সকলেরই রয়েছে৷ বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চমকে দেওয়ার মত।

শাহরুখ খান

বলিউডের বাদশা বা কিং খান বলিউডের কতটা জনপ্রিয় ও দ্বিগজ অভিনেতা তার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি ৯০ দশক থেকে এখনও পর্যন্ত বলিউডে রাজত্ব করে চলেছেন কিন্তু অভিনয়ের বাইরে তিনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি। তিনি সেন্ট কলম্বিয়াস স্কুল থেকে স্কুলিং করেছিলেন এবং হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেছিলেন। মাস কমিউনিকেশনের ডিগ্রির জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পড়াশোনা করার জন্য ভর্তিও হয়েছিলেন তিনি। তবে এই কোর্স শেষ হওয়ার আগেই অভিনয়ে জগতে প্রবেশ করে ফেলেন শাহরুখ।

অভিষেক বচ্চন


অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন কিন্তু একজন উচ্চ শিক্ষিত তারকা। যদিও তিনি বাবার মত বড় তারকা হতে পারেননি। অভিষেক জামনাবাই নার্সি স্কুল, বোম্বে স্কটিশ স্কুল এবং মডার্ন স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উচ্চ শিক্ষার জন্য।

জন আব্রহাম

বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা ইনি। তবে অভিনয়ের বাইরে ইনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি। নরসি মঞ্জি কলেজ অফ ম্যানেজমেন্ট স্টাডিজের ছাত্র ছিলেন অভিনেতা। সেখান থেকে তিনি এমবিএ ডিগ্রি অর্জনু করেছিলেন। তারপর বম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেছিলেন তিনি। আর জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে ডিগ্রি রয়েছে তার।

পরিণীতি চোপড়া


বলিউডের একজন নাম করা অভিনেত্রী ইনি। এছাড়া অভিনয়ের বাইরে পড়াশোনায় দুর্দান্ত ছিলেন বরাবর তিনি। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিনান্স এবং ইকোনমিক্সে ট্রিপল অনার্স ডিগ্রী রয়েছে অভিনেত্রীর।

তুষার কাপুর

বলিউড সুপারস্টার জিতেন্দ্রর পুত্র তুষার কাপুরও বলিউড ইন্ডাস্ট্রিতে ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন। তিনি বোম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করে মিশিগান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এছাড়া বিশ্বের একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি ব্যবসা সংক্রান্ত পড়াশোনা করেছেন।

সোনম কাপুর

বলিউড সুপারস্টার অনিল কাপুরের কন্যাও কিন্তু উচ্চশিক্ষিতা। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। সেই সঙ্গে সিঙ্গাপুর থেকে নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন তিনি।

জ্যাকি ভাগনানি

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী প্রযোজক হলেন জ্যাকি। তিনি অবশ্য অভিনেতা হিসেবেও বলিউডে পা রেখেছিলেন তবে সেইভাবে সফল হননি। তিনি এইচ আর কলেজ অব কমার্স এন্ড ইকোনমিক্স থেকে নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

আরবাজ খান

সালমান খানের ভাই আরবাজ সিন্ধিয়া স্কুলে পড়তেন। এরপর তিনি সেন্ট স্টানিসলাস স্কুলে ভর্তি হয়েছিলেন। অভিনেতা হিসেবেও তিনি বলিউডে পা রাখেন কিন্তু ব্যর্থ হন। তবে পড়াশোনাতে তিনি খুব ভালো ছিলেন।

বরুন ধাওয়ান

বলিউডের হার্টথ্রব ও বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুন। তিনি অভিনয়ের বাইরে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিও বটে। তিনি যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি অর্জন করেছেন।

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

‘সেরা বাবা-মা’ ধমেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ইউক্রেনে রায়ায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকার দাবি অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। আমেরিকার দাবি, রাসায়নিক অস্ত্র...

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

আরও পড়ুন

‘সেরা বাবা-মা’ ধমেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।