করবা চৌথের দিনটি প্রতিটি বিবাহিত নারীর জীবনেই খুব স্পেশাল। স্বামীর মঙ্গল কামনার জন্য প্রতিটি মহিলা এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালন করলে দাম্পত্য জীবন অনেক বেশি সুখময় হয়। বি-টাউনে প্রায় বেশিরভাগ তারকারাই এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। এই বছরে কোন কোন তারকা জুটি করবা চৌথ পালন করছে।
পুরো দেশ জুড়ে বুধবার অনুষ্ঠিত হবে করবা চৌথ অনুষ্ঠান। এটি এমনই একটা অনুষ্ঠান যেখানে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকেন। পুরো বছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বিবাহিত মহিলারা। সারা দিন নির্জলা উপোস করে এই দিনটি পালন করেন মহিলারা।
বলিমহলেও এই করবা চৌথের যথেষ্ঠ চল রয়েছে। বলি অভিনেত্রীরা কীভাবে এই বিশেষ দিনটি পালন করে থাকেন সেই নিয়ে প্রতেক্যের মধ্যেই কৌতুহল রয়েছে। বিশেষত কোন অভিনেত্রী কী করছেন তার স্বামীর মঙ্গল কামনার জন্য তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা।
২০২৩ সালে জানুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন ক্রিকেটার কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। এই বছর প্রথমবার করবা চৌথ পালন করতে চলেছেন তাঁরা।
তালিকায় রয়েছেন সদ্য বিবাহিত যুগল রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। এই বছরই সাত পাকে বাঁধা পড়েন ‘প্যার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেত্রী সোনালি সায়গল এবং আশিস এল সাজনানি। এটাই অভিনেত্রীর প্রথম করবা চৌথ।
ইতিমধ্যেই প্রথম করবা চৌথ পালনের জন্য দিল্লি উড়ে গিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণী। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা।
এই বছর প্রথম করবা চৌথ পালন করবেন অভিনেত্রী স্বরা ভাস্করও। রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের কোল আলো করে এসেছে এক সন্তানও।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন