প্রায় কেটে গেছে অনেকগুলি বছর। ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল মহেশ ভাট পরিচালিত আশিকি। সেই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন রাহুল রায় এবং অনু আগারওয়াল। ৩৩ বছর পরেও পুরনো হয়নি সেই ছবির গান থেকে শুরু করে ছবির রোমান্টিক কাহিনী।
এরপর ২০১৩ সালে মহেশ ভাটের হাত ধরে এসেছিল আশিকি ২। সেই ছবিতে প্রথমবার রোমান্টিক জুটি হিসেবে মন জয় করেছিলেন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। পরিচালক মোহিত সুরির সেই ছবিও বক্সঅফিসে হয়েছিল সুপারহিট।
তারপর কেটে গেছে ৯ বছর। আসতে চলেছে আশিকি ৩। এইবার বড় পর্দায় রোমান্স করতে মুখ্য চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান। আশিকির এই তৃতীয় পর্ব পরিচালনা করবেন অনুরাগ বসু। কার্তিক আরিয়ান এই প্রথমবার কাজ করতে চলেছে অনুরাগ বসুর সাথে।
আশিকি ৩ ছবিতে নায়ক হচ্ছেন কার্তিক আরিয়ান। এই খবর নতুন নয়। তবে এই নতুন আশিকিতে কার্তিকের সঙ্গে কাকে দেখা যাবে তা নিয়ে নানা গুঞ্জন চলছিল বলিউডের অন্দরে। প্রথমে এসেছিল সারা আলি খানের নাম। সারা নাকি মোটামুটি রাজিই হয়ে গিয়েছিলেন এই ছবিতে কাজ করতে। পরিচালক অনুরাগ বসু ভেবেছিলেন কার্তিক ও সারার রিয়েল লাইফ প্রেমকেই তুলে ধরবেন ছবিতে। তবে আপাতত সে গুড়ে বালি। শোনা যাচ্ছে, সারা এই ছবি থেকে সরে এসেছেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘আশিকি ৩’ ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। খবর অনুযায়ী, দীপিকা নাকি ছবির চিত্রনাট্য়ও পড়ে ফেলেছেন। এমনকী, শোনা যাচ্ছে, ক্যাটরিনার কাছে এই অফারটি গিয়েছে। তবে পরিচালক অনুরাগ চাইছেন দীপিকাকেই এই ছবিতে নিতে।
অভিনেতা কার্তিক আরিয়ান তার আসন্ন ছবি ‘আশিকি ৩’একটি মোশন পোস্টার শেয়ার করেছেন। তিনি তাঁর ক্যাপশনে লিখেছেন অনুরাগ বসুর সাথে কাজ করে তিনি অত্যন্ত খুশি এ ছাড়াও সহ-প্রযোজক মহেশ ভাটের সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা হয়েছে তাঁর।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন