ফের নতুন চমক যশরাজ ফিল্মসের ব্যানারে। পর্দায় একই সঙ্গে দেখা যাবে দুই মহারথীকে। এই প্রথম হৃতিক ও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
বর্তমানে প্যান ইন্ডিয়ান সিনেমার জয়জয়কার চলছে পুরো ভারতজুড়ে। আরও নির্দিষ্ট করে বললে বলিউডের সিনেমাকে রীতিমতো নাকানিচুবানি খাইয়ে দিচ্ছে দক্ষিণের সিনেমাগুলো। তাই তো দক্ষিণী অভিনেতাদের কদর বাড়ছে বলিউডে। এবার তেলেগু সুপারস্টার এনটিআর জুনিয়রকে দেখা যাবে বলিউড ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশনের সঙ্গে।
‘ওয়ার ২’ ছবিতে হৃতিকের সঙ্গে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রকে দেখা যাবেই বলেই খবর। এই ছবির পরিচালনা দায়িত্বে আছেন অয়ন মুখোপাধ্যায়।
দীর্ঘ দিন ধরেই এই ছবিতে হৃতিকের বিপরীতে দ্বিতীয় নায়কের সন্ধান চলছিল। তবে এবার আর কোনো বলিউড অভিনেতা নয়, নির্মাতারা বেছে নিলেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতাকে। ইতোমধ্যে ‘আরআরআর’ ছবির বদৌলতে ভারতজোড়া স্বীকৃতি পেয়েছেন জুনিয়র এনটিআর। বিষয়টি মাথায় রেখেছে যশরাজ ফিল্মসও। ‘ওয়ার ২’কে আরও বড় পরিসরে নির্মাণ করতে এবং এর ব্যবসায়িক সাফল্য বাড়াতে ছবির প্রধান চরিত্রের কাস্টিং নিয়ে দ্বিতীয়বার চিন্তা করেনি সংস্থাটি।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী ছবি’ওয়ার ২’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি এটি। টাইগার ৩ পরেই আসবে এই সিনেমাটি। জানা গিয়েছে এই বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে। ওয়ার ২ সিনেমাটি অ্যাকশনভিত্তিক সিনেমা বলে মনে করা হচ্ছে।
IT’S OFFICIAL… HRITHIK – JR NTR IN ‘WAR 2’… #YRF pulls off a casting coup… #HrithikRoshan and #JrNTR will share screen space for the first time in #War2… #AyanMukerji directs. #YRFSpyUniverse pic.twitter.com/rGu8Z3Nzs7
— taran adarsh (@taran_adarsh) April 5, 2023
তরণ আদর্শ এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বড় চমক।
পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এই সিনেমার প্রথম ভাগ দেখার পর খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিল অনুগামীরা, সেই সঙ্গে তারা সিনেমাটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। তবে পার্ট ১ নের থেকেও পার্ট ২ ও ৩ আরও বেশি সুন্দর হবে বলে আশা করা যাচ্ছে। তবে স্ক্রিপ্ট আরও নিখুত করে লিখতে আমাদের আরও একটু সময় লাগবে।‘
ছবি- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন