‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে একে অপরের বিপরীতে ফের জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণী। কিন্তু আবারও এক সুখবর পাওয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে, চলচ্চিত্র নির্মাতা কবির খান তাঁর আসন্ন ছবি সম্পর্কে বলেছেন কার্তিক আরিয়ান ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ঘটনা। এক অজানা নায়ক, যিনি ৮৩ বছরের একজন জীবন্ত কিংবদন্তি।‘
তিনি আরও বলেন, “ছবির বিষয়টি নিয়ে আমি কাজ করতে মুহূর্তে রাজি হয়ে গিয়েছিলাম। কারণ, এই গল্প শুনলে ভারতীয় হিসাবে আপনি হতবাক হয়ে যাবেন। এই ব্যক্তিকে আমরা চিনিও না, তাঁর সম্বন্ধে জানিই না। আমরা শুধুমাত্র তাঁকে বিবর্ণ হতে দিয়েছি। তবে এটা করতে একটা আলাদা উত্তেজনা অনুভব করেছি। আমি সম্ভবত মে মাসে ছবিটির শুটিং শুরু করব। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। অন্যান্য চরিত্রের জন্য কাস্টিং চলছে এখনও।‘
সমীর বিদ্যান্স পরিচালিত ‘সত্যপ্রেম কি কথা’ ছবির একগুচ্ছ ছবি বেশ কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। শেয়ার করেছেন ভিডিও। প্রথম দফার শ্যুট শেষে কেক কেটে গোটা টিম সেলিব্রেট করেছেন।
এই ছবির নাম প্রথমে ঠিক করা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু মধ্যপ্রদেশে তাই নিয়ে বিতর্ক শুরু হয়। প্রযোজকের বিরুদ্ধে মামলাও করা হয়। হুমকিও দেওয়া হয়। এরপরই নাম বদলে দেওয়া হয় ছবির।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন