ফের মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘এম এস ধোনি: দ্য় আনটোল্ড স্টোরি’।
আগামী ১২ মে দেশজুড়ে চারটি ভাষায় মুক্তি পাবে নীরজ পান্ডের এই সুপারহিট ছবি। দেশের সব মাল্টিপ্লেক্সেই মুক্তি পাবে ‘এম এস ধোনি: দ্য় আনটোল্ড স্টোরি’।
২০১৬ সালে এই ছবি প্রথমবার মুক্তি পায়। কিন্তু ফের কেন বড় পর্দায় মুক্তি পাবে ধোনির বায়োপিক।
ডিজনি স্টারের প্রধান বিক্রম দুগ্গল জানিয়েছেন, দেশের সর্বাধিক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের ঘটনা অনেককেই প্রেরণা দেয়। ক্রিকেটের সেই ম্যাজিকাল মুহূর্ত আরও একবার বড় পর্দায় দেখার সুযোগ পাবে মানুষ।
এই বছরই দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ বছর আগে এই বিশ্বকাপেই ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৬ সালে সুশান্তের অভিনয়ে ধোনির বায়োপিক দেখে মুগ্ধ হয় পুরো দেশ।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন