ফের নক্ষত্র পতন বলিউডে, প্রয়াত বাঙালি পরিচালক প্রদীপ সরকার

ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। শুক্রবার  ভোর সাড়ে ৩টে নাগাদ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭। বিদ্যা বালান অভিনীত পরিণীতা-র পরিচালক ছিলেন প্রদীপ সরকার।

পরিণীতা ছাড়াও তিনি লাগা চুনরি মে দাগ, মারদানি, হেলিকপ্টার ইলা সহ নানা জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন প্রদীপ সরকার।

শুক্রবার সকালে হনসল মেহতা টুইটারে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রদীপ সরকারের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক।‘

 সূত্রের খবর অনুযায়ী, তাঁর ডায়ালিসিস চলছিল। শরীরে পটাসিয়ামের মাত্রা মারাত্মকভাবে কমে গিয়েছিল। শুক্রবার বিকেল ৪টে নাগাদ সান্তাক্রুজের একটি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। পরিচালকের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। 

তাঁর কাজের জন্য অনেক পুরস্কারে ভূষিতও হয়েছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কার এবং জি সিনে পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও তিনি সেরা নবাগত চলচ্চিত্রের জন্য ‘ইন্দিরা গান্ধী পুরস্কারে’ ভূষিত হন।

ছবি- টুইটার

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে

বিজ্ঞাপন