‘গঙ্গুবাই কাথিয়াওয়ারির’ পর ফের গণিকাদের জীবন নিয়ে চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় লীলা বনশালী। তবে এইবার ছবি নয়, ওয়েব সিরিজ তৈরি করেছেন তিনি।
প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সিরিজ ‘হীরামান্ডী’র চরিত্রদের প্রথম লুক। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই সিরিজে দেখা যাবে অদিতি রাও হায়দারি রিচা চাড্ডা, মণিষা কৈরালা, সোনাক্ষী সিংহ, শরমিন সেহগল, সঞ্জিদা শেখ। নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। নাম ঘোষণা হয়েছিল বহু আগেই। চলছিল ওয়েব সিরিজ তৈরির কাজ। এইবার প্রকাশ্যে এল চরিত্রদের প্রথম লুক।
‘হীরামন্ডী’-র পরিচালক সঞ্জয় লীলা বনশালি জানালেন, ‘পরিচালক হিসেবে এটা আমার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। একটা এপিক। প্রথমত, লাহোরের পতিতাপল্লীর প্রেক্ষাপটে তৈরি একটা সিরিজ। বড় পরিসরে তৈরি করা। আমি যতটা উচ্ছ্বসিত ততটাই নার্ভাস। নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য মুখিয়ে রয়েছি। গোটা দুনিয়ার সামনে ‘হীরামন্ডী’ নিয়ে আসছি খুব শিঘ্রই।’
টিজারের প্রথমেই লেখা, যেখানে গণিকারাই রানি। গল্পের কেন্দ্রস্থল হীরামণ্ডী, যা স্বাধীনতাপূর্ব ভারতবর্ষের লাহোরে অবস্থিত। টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘অন্য সময়, অন্য যুগ, অন্য ম্যাজিকাল দুনিয়া তৈরি করেছেন সঞ্জয় লীলা বনশালী।’
সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজের লুক প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন, বলি ইন্ডাস্ট্রির অনেক তারকারাই।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us