বিয়ের পর বেশ ব্যস্ততায় সময় কাটছে কিয়ারা আদবানির। কাজের প্রয়োজনেই নিজেকে উপস্থাপন করছেন সাহসী এবং নতুন রুপে।
সম্প্রতি একটি ম্যাগাজিনের কভারের জন্য নতুন ভিডিও শ্যুটে উষ্ণ আবেশে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন নায়িকা।
ফেমিনা ম্যাগাজিনের কাভারের জন্য নতুন হেয়ারকাট ও গর্জিয়াস লুকে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন কিয়ারা আদবানি। নিজের ইনস্টাগ্রাম পেজে ভিডিও শ্যটের একটি বিটএস ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে ঝলমলে পান্না সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্ট পরা অভিনেত্রীকে দেখে ভক্তরা রীতিমতো চমকে গিয়েছেন। কিয়ারার আকর্ষণীয় লুক দেখে কমেন্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তারা।
সম্প্রতি দোহায় কবির সিং সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে রোমান্টিক গানে মঞ্চে নাচ পরিবেশ করেছেন কিয়ারা। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালির সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘বৈজু বাওরা’য় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারা। সেই শুরু প্রেমের। এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে গত ৭ই ফেব্রুয়ারি ‘পার্মানেন্ট বুকিং’ সেরে ফেলেছেন দু’জনেই। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন