যুগের সঙ্গে পরিবর্তন হয় সবকিছুতেই। ভিন্ন ধরনের কিছু না হলে মানুষেরও কী ভালো লাগে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল বিখ্যাত হিন্দি ছবি ভুলভুলাইয়া। তারপর ১৫ বছর পরে ফের মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ২’। এই ছবির গল্পে ছিল অনেক টুইস্ট। দর্শকের জন্য যদি কিছু নতুন চমকই না থাকে। তাহলে তো ব্যাপারটা কেমন ম্যাড়ম্যাড়ে হয়ে যেত। তবে আবারও সুখবর পেতে চলেছেন ভক্তকূল থেকে পুরো নেটমহল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘’আমরা নিশ্চয়ই ভুলভুলাইয়া থ্রি বানাব। কার্তিক আরিয়ানকে নিয়েই এই ছবি তৈরি হবে।’ তিনি আরও জানান, সিনেমার নির্মাতারা ভুলভুলাইয়া থ্রি-তে আরও বড় চমক আনতে চলেছেন। ২০২৪ সালের শেষের দিকে শুরু হবে সিনেমার শ্যুটিং। আর ২০২৫-এ সিলভার স্ক্রিনে মুক্তি পাবে কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া থ্রি। তবে কার্তিকের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই বিষয়ে এখনও অবদি খোলসা করে মুখ খোলেননি ছবির পরিচালক।‘’
একক্থায় এখন কার্তিক বলতে অজ্ঞান পুরো নেটপাড়া থেকে ভক্তকূল। তাই প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন কবে তারা এই ছবি দেখতে পাবে।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর জানতে দেখুন খবর অনলাইন।