নিত্যদিনই ফ্যাশন স্টেটমেন্টের কারণে খবরের শিরোনামে উঠে আসেন উর্ফি জাভেদ। এখনও পর্যন্ত একটি পোশাক উর্ফি কখনও দ্বিতীয় দিন পুনরাবৃত্তি করেছেন বলে মনে পড়ে না। উর্ফির ফ্যাশান সেন্স নজর কেড়েছে নেটিজেনদের।
স্বচ্ছ কাপড় পরে নিজের বাড়ির সামনে রাস্তায় বের হয়ে যান উর্ফি জাভেদ। অনেকেই উর্ফিকে দেখে লজ্জা পেলেও তিনি কিন্তু দিব্যি গাড়ি থেকে নেমে পাপারাৎজির ক্য়ামেরার সামনে পোজ দেন।
সম্প্রতি উর্ফি জাভেদ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, উরফি বক্ষ জুড়ে কিউয়ি ফল। এই ফলকে বিকিনির কায়দায় পরেছেন উরফি। সঙ্গে কালো রঙের ট্রাউজার। এরকমই এক ভিডিও পোস্ট করে উরফি জানতে চাইলেন, ‘বলুন তো কোন ফল?’
যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটপাড়ার। উর্ফিই এইবার যা করলেন তা দেখে চোখ ঢাকছেন নেটপাড়ার অনেকেই।
প্রসঙ্গত বছর ২৪-এর উর্ফিকে প্রথমবার দেখা গিয়েছিল ২০১৬ সালে, ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ টেলি ধারাবাহিকে। পরবর্তী কালে ‘মেরি দুর্গা’, ‘বেপনহা’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কি’-র মতো টেলি ধারাবাহিকে অভিনয় করেছেন উর্ফি। অল্ট বালাজির ‘পাঞ্চ বিট সিজন-২’-তেও অভিনয় করেছেন।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us