উপন্যাস অবলম্বনে নির্মিত হয় ‘থ্রি ইডিয়টস’। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। এটি কেবল ব্যবসাভ সফলই হয়নি, পরিণত হয়েছে ভারতের তরুণদের অন্যতম পছন্দের চলচ্চিত্রে। মুক্তির এক যুগের বেশি সময় পরও তাই থ্রি ইডিয়টস নিয়ে কথা হয়।
ফের নতুন করে ঝড় তুলতে আসছে ‘থ্রি ইডিয়টসে’-র সিক্যোয়ল।
তবে সমস্যা হচ্ছে অন্য জায়াগায়। ‘থ্রি ইডিয়টসে’-র সিক্যোয়ল থেকে না কি বাদ পড়লেন করিনা কাপুর খান।
শুক্রবার অমির খান, আর. মাধবন ও শরমন জোশীর ছবি-সহ একটি ভিডিও শেয়ার করেন নায়িকা। তাতেই অসন্তোষ প্রকাশ করেন নায়িকা। জানান, তাঁর বেড়াতে যাওয়ার সুযোগ নিয়ে এই তিনমূর্তি কিছু একটি যোগসাজশ করছে। কিছু তো একটা লুকানো হচ্ছে। তাঁর কথাতে বেশ ক্ষোভ প্রকাশের বার্তাই উঠে আসছে। বিষয়টি রাজু তথা শরমন জোশীর নতুন সিনেমা ‘কংগ্র্যাচুলেশনস’-এর প্রচার নয়। তা জানিয়েই করিনা জানতে চান তাহলে কি ‘৩ ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল?
এই প্রশ্ন করার জন্যই করিনা বোমন ইরানিকে ফোন করেন। ঘটনায় ক্ষুব্ধ বোমনও। ‘ভাইরাস’ ছাড়া অর্থাৎ বোমন ইরানিকে ছাড়া ‘৩ ইডিয়টস’ সম্ভব নয়। সেই কথা স্পষ্ট জানিয়ে দেন বোমন। আসল ব়্যাঞ্চো জাভেদ জাফরিকে ফোন করার নির্দেশও দেন তিনি।
সূত্রের খবর, তাহলে বোধ হয় এইভাবেই আগেভাগে ছবির প্রচার কাজ কিছুটা সেরে রাখলেন করিনা।
আমির খান ও করিনা কাপুর অভিনীত ছবিটির একটি অংশে ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে তৈরিকৃত একটি যন্ত্রের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। যেখানে, ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন চিকিৎসকরাও। সিনেমাটির সেই অংশ এবার বাস্তবে রূপ নিয়েছে। তাও আবার ঘটেছে ভারতেই। ভিডিও কলের মাধ্যমে ডেলিভারির নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us