নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাতে অভিনয়ের জন্য জীবনের তালিকা থেকে বেশ কিছু জিনিষ বাদ দিলেন রণবীর কাপুর। রামের চরিত্রে অভিনয়ের জন্য মদ, সিগারেট, মাংস ছাড়লেন রণবীর। এমনকী অভিনয়ের জন্য মেডিটেশনও না কি করছেন রণবীর।
রণবীরের আগামী সিনেমাতেও আলিয়ার কাজ করার কথা ছিল এবং দর্শকরা ধরেই নিয়েছিলেন আরও একবার এই জুটিকে দেখতে পাওয়া যাবে একসঙ্গে সিনেমার পর্দায়।
নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় সেই প্রত্যাশা পূরণ হওয়ার কথা ছিল কিন্তু সম্প্রতি যা খবর পাওয়া গেছে তাতে মনে করা হচ্ছে রণবীরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অন্য নায়িকাকে। কিন্তু তিনি কে, যিনি আলিয়ার জায়গা নিয়ে নিলেন?
নীতিশের রামায়ণের রাম রণবীর এবং সীতা হলেন দক্ষিণী তারকা সাই পল্লবী।
জানা গেছে, দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে বেছে নেওয়া হয়েছে সিনেমাতে সীতার চরিত্রে অভিনয় করার জন্য। প্রথমে যদিও আলিয়াকে নিয়ে উৎসাহ দেখিয়েছিলেন নির্মাতারা। শুধু তাই নয়, পরিচালকের অফিসে এক-আধ বার আলিয়াকে দেখাও গেছিল।
কিন্তু পরে জানা যায় সীতার চরিত্রে সাঁই পল্লবীকেই বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে কেজিএফ খ্যাত দক্ষিণী তারকা যশ রাজি হয়েছেন রাবণের চরিত্রে অভিনয় করার জন্য।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন