১৯৯১ সালে বলিউডে অক্ষয় কুমার তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। ৫৫ বছর বয়সের এই অভিনেতা অ্যাকশন ফিল্ম থেকে কমেডি ফিল্ম সব রকম চরিত্রেই সাবলীল।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত পায় বলিউডের অ্যাকশন-কমেডি সিনেমা রাওডি রাঠোর। রাওডি রাঠোর সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রভু দেবা। এতে অক্ষয়কে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। একদিকে তিনি শিবা, আর অন্যদিকে বিক্রম অর্থাৎ পুলিশের ভূমিকায় দেখা দেন তিনি। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা।
প্রায় সাত বছর পর অক্ষয় কুমার অভিনীত রাওডি রাঠোর সিনেমাটির সিক্যুয়েল নির্মিত হচ্ছে। এই খবর দিয়েছিলেন সিনেমাটির সহ প্রযোজক সাবিনা খান। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার এইকথাও সাবিনা জানিয়েছিলেন।
কিন্তু আচমকাই যেন সবটা পাল্টে গেছে। রাওডি রাঠোর সিক্যুয়েলে অক্ষয়ের জায়গায় এল নতুন মুখ।
শোনা যাচ্ছে, এইবার রাউডি রাঠোর ছবিতে অক্ষয়ের বদলে দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রাকে। শেষ কিছু ছবিতে আর্মি পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। সূত্রের খবর, সেই কারণেই না কি সিদ্ধার্থের কাছে এই ছবির অফার গিয়েছে।
উল্লেখ্য, বনসালির সঙ্গে মতের অমিল থাকতেই এবারের এই ছবির পরিচালনা থেকে বাদ পড়েছেন প্রভুদেবা। প্রথম ছবিটি তিনিই বানিয়েছিলেন। এইবার ছবি পরিচালনা করবেন অনীশ বাজমি।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন