বড় পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে করণ-অর্জুনকে। অর্থাৎ একই ছবিতে বলিউডের কিং খান ও ভাইজানকে একসঙ্গে দেখা যাবে। এমনিতেই শাহরুখ ও সালমনের সম্পর্কের রসায়ন নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। তার মধ্যে এমন খবর ছড়িয়ে পড়তেই শাহরুখ ও সালমন প্রেমীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। বড় পর্দায় হেভিওয়েট দুই খানকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
প্রায় অনেক দিন থেকেই গুঞ্জন রটেছিল যে, তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে কোনও এক ছবিতে। আর সেই আশায় বুক বেঁধেছিলেন তাঁদের অনুরাগীরাও। তবে এইবার সেই আশাই সত্যি হল বলে।
সূত্রের খবর, বলিউড বাদশা শাহরুখ খান ‘টাইগার ৩’ ছবির শুটিং ৮ মে থেকে শুরু করবেন। এই ছবিতে ক্য়ামিও চরিত্রে অভিনয় করবেন তিনি।
সালমন খান ছাড়াও ‘টাইগার ৩’-তে মুখ্য চরিত্রে থাকছেন ক্যাটরিনা কইফ এবং ইমরান হাশমি। প্রথমে ঠিক ছিল, ঈদেই এই ছবি মুক্তি পাবে।
কিন্তু শাহরুখের জন্য অপেক্ষা করেই এই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এতে বেশ ভালো অ্যাকশন সিন রয়েছে বাদশার। যা শ্যুট করতে সময় লাগবে খানিকটা। তাই এইবার শুধু পর্দায় এক সঙ্গে শাহরুখ ও সালমনকে দেখার অপেক্ষা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন