রোমান্টিক, কমেডি ছবিতে দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে। এই একই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। মার্চ মাসের ৭ তারিখে মুক্তি পেয়েছিল ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিটি। তবে এইবার নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।
এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, অনুভব সিং, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর। সিনেমাটির পরিচালনা করেছেন লাভ রঞ্জন।
ভক্তেরা এইবার ঘরে বসে এই রোম্যান্টি কমেডি উপভোগ করতে পারবে। নেটফ্লিক্স ইন্ডিয়া টুইটারে জানিয়েছে, ৩ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে ছবিটি
নেটফ্লিক্সে পোস্টটির ক্যাপশনে বেশ মজার কথা লিখে পোস্ট করেছে তারা। ‘এইটুকু নিশ্চিত করতে পারি যে এটি মিথ্যা নয়। তু ঝুটি ম্যায় মক্কার নেটফ্লিক্সে আসছে, ৩ মে। ‘
ভক্তরা এই পোস্টটি দেখে বেশ আনন্দিত এবং কমেন্ট করে তারা তাদের উত্তেজনাও প্রকাশ করেছে।
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ভালো আয় করেছে এই ছবি। প্রথমদিনে এই ছবি বক্স অফিসে ব্যবসা করেছে ১৫ কোটি টাকা।
কিন্তু তারপরে বক্স অফিসে লক্ষ্মী লাভে খানিক ঘাটতি ঘটে। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে মোট ১০ কোটি টাকা আয় করেছে। প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধেছেন রণবীর আর শ্রদ্ধা। রোমান্টিক কমেডি পরিচালনায় লাভ রঞ্জন। রঙিন প্রেমের গল্প মুক্তি পেয়েছে রঙের উৎসবে তাই লক্ষ্মী প্রাপ্তি ঘটেছে বেশ ভালো।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন