বলিউড শুধু নয় টলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। অরিজিৎ সিং-কে নিয়ে নতুনভাবে কিছু বলার নেই। তাঁর গানে মুগ্ধ সকলেই। শুধু গায়ক হিসেবেই নয় তিনি একজন ভালো মানুষও বটে। তাঁর প্রমাণ সবসময়ই পেয়ে থাকেন প্রায় সকলেই।
সম্প্রতি সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ছবি ‘জরা হটকে জরা বঁচকে’র ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।
আর এই ছবির প্রথম গানই শোনা যাবে সুরের যাদুকর অরিজিতের কণ্ঠে। ‘ফির অউর কেয়া চাহিয়ে’ গানটি গেয়েছেন অরিজিৎ।
১৬ মে ছিল ভিকি কৌশলের জন্মদিন। সোমবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। মঙ্গলবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ভিকি। সেখানেই জানান যে তাঁদের নতুন ছবির ট্রেলার ইউটিউবে ১ নম্বরে ট্রেন্ডিং। দর্শকদের ভা্লোবাসায় আপ্লুত ভিকি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ‘এটা জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।’ একই সঙ্গে ঘোষণা করেন যে মঙ্গলবারই ছবির প্রথম এবং তাঁদের সকলের প্রিয় গান ‘ফির অউর কেয়া চাহিয়ে’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কিছুদিন আগেই তাঁর একটি গান মুক্তি পেয়েছিল। গানটি রামপ্রসাদের গান। যেটি কিছুদিনের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছে। ‘মানবজমিন’ ছবির গান এটি। তবে এই ছবির গানটি গাওয়ার জন্য তিনি না কি কোনও পারিশ্রমিক নিতে চাননি। তাকে অনেকবার অনুরোধও করা হয়েছিল কিন্তু তিনি টাকা নেন নি।
তাঁর এই বক্তব্যে সকলেই মুগ্ধ হয়েছেন বাংলার জনগণ। সকলেই তাঁর প্রশংসা করছেন। তাঁর এই বক্তব্য শুনে বোঝাই যায় যে তিনি নিজেকে কখনই তারকা মনে করেন না। তিনি এত বড় গায়ক হয়েও নিজেকে তাঁর শিকড়ের সাথেই যুক্ত রেখেছেন।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us