বলিউডে তার প্রথম ছবি ছিল সুপার ডুপার হিট। বেশ অনেক দিন ধরেই বক্স অফিসে তার প্রথম ছবির সাফল্যের বন্যা বয়ে গেছিল। কিন্তু বর্তমানে তার এইরকম পরিস্থিতি হল কেন? শেষমেষ হোটেলে ম্যানেজারের কাজ করছেন।
‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুরকে সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে তিনি একটি পাঁচতারা হোটেলে নাইট ম্যানেজারের কাজ করছেন।
তবে আসল সত্যিটা কী বরং জেনে নেওয়া যাক। অভিনেতা রিয়েল লাইফে না বরং রিল লাইফে ‘দ্য নাইট ম্যানেজার’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। তার এই ওয়েব সিরিজ প্রচারের জন্যই নতুন অবতারে অভিনেতা।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ব্রিটিশ থ্রিলার সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। এই সিরিজে অভিনয় করেছিলেন টম হিডলস্টন, এলিজাবেথ ডেবিকি, অলিভিয়া কোলম্যান প্রমুখ। সেই সিরিজের গল্প অবলম্বনেই তৈরি অনিল কপূর, আদিত্য রায় কপূর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ওয়েব সিরিজ়। একটি ওটিটি প্ল্যাটফর্মে আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তার আগে এই অভিনব পদ্ধতিতে প্রচার ওয়েব সিরিজের। ১৭ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।