বলিউডে ফের নতুন জুটি। এইবার টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার। পরিচালক আলি আব্বাস জাফরের নতুন ছবিতে দেখা যাবে অক্ষয় ও টাইগারকে।
তবে চমক হল এই জুটির নতুন ছবির নামে। অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত ১৯৯৮ সালের সুপারহিট ছবি ‘বড়ে মিঞা, ছোটে মিঞা’র নস্ট্য়ালজিয়া ফিরিয়েই নতুন ছবির নামকরণ করেছেন পরিচালক আলি আব্বাস জাফর।
জানা গিয়েছে, এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধার করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন। শোনা যাচ্ছে, যেহেতু টাইগার ও অক্ষয় জুটি তাই পরিচালক আব্বাস অ্য়াকশনকেই বেশি গুরুত্ব দেবেন ছবিতে।
‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি এবং দীপশিখা দেশমুখ। অক্ষয় এবং টাইগার ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা এবং আলয়া এফ। শোনা যাচ্ছে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারও থাকতে পারেন এই ছবিতে।
‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে মালায়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন প্রধান বিরোধী কবির চরিত্রে অভিনয় করেছেন। পূজা এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে পাঁচটি ভাষায়। অর্থাৎ হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় দেখা যাবে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’৷ আগামী বছর ঈদে মুক্তি পাবে এই ছবি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন