হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিৎ, মুক্তি পেল  ‘জুবিলি’-র টিজার

এই প্রথম হিন্দি ওয়েবসিরিজে পা রাখছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটা সময়  টলিউড কাঁপাতে প্রসেনজিৎ একাই একশো ছিল। তবে এখন কমার্শিয়াল ছবি ছেড়ে তিনি একটু ভিন্ন ধরনের ছবিতেও নিজের চরিত্রকে একশো শতাংশ দিয়ে ফুটিয়ে তুলছেন।

শুক্রবার ‘জুবিলি’-র টিজার শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে স্বাধীনতার পরবর্তী সময়ের কাহিনীর গল্প থাকবে। মূলত বলিউডের জন্মের গল্প নিয়ে তৈরি ইতিহাস। এই সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতয়ানে। ইতিমধ্যেই তিনি উড়ান, লুটেরার মতো ছবির তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। 

‘জুবিলি’-র টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, স্বাধীনতার পরের ভারতবর্ষ। লাল রঙের ট্রাম, সারি সারি ধুতি-পাঞ্জাবি পরা সাধরণ মানুষ এগিয়ে চলেছেন ডকের দিকে। অপরদিকে, দামী গাড়িতে বিলাসিতা চুঁইয়ে পড়ছে। কোনও দিকে না তাঁকিয়ে রাজকীয়ভাবে এগিয়ে আসছেন অদিতি রাও। গাড় রঙের কোর্ট, মেরুণ টাই পরে, দামী চশমার উপর থেকে তাঁকিয়ে ঠোঁটের কোনায় আলতো হাসি প্রসেনজিৎ-র। 

এই ওয়েবসিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এছাড়াও এই ওয়েবসিরিজে দেখা যাবে অদিতি রাও, রাম কাপুরকে। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতয়ানের পাশাপাশি সৌমিক সেন। এপ্রিলের ৭ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ওয়েব সিরিজ। 

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন