Homeবিনোদনহিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিৎ, মুক্তি পেল  ‘জুবিলি’-র টিজার

হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিৎ, মুক্তি পেল  ‘জুবিলি’-র টিজার

প্রকাশিত

এই প্রথম হিন্দি ওয়েবসিরিজে পা রাখছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটা সময়  টলিউড কাঁপাতে প্রসেনজিৎ একাই একশো ছিল। তবে এখন কমার্শিয়াল ছবি ছেড়ে তিনি একটু ভিন্ন ধরনের ছবিতেও নিজের চরিত্রকে একশো শতাংশ দিয়ে ফুটিয়ে তুলছেন।

শুক্রবার ‘জুবিলি’-র টিজার শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে স্বাধীনতার পরবর্তী সময়ের কাহিনীর গল্প থাকবে। মূলত বলিউডের জন্মের গল্প নিয়ে তৈরি ইতিহাস। এই সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতয়ানে। ইতিমধ্যেই তিনি উড়ান, লুটেরার মতো ছবির তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। 

‘জুবিলি’-র টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, স্বাধীনতার পরের ভারতবর্ষ। লাল রঙের ট্রাম, সারি সারি ধুতি-পাঞ্জাবি পরা সাধরণ মানুষ এগিয়ে চলেছেন ডকের দিকে। অপরদিকে, দামী গাড়িতে বিলাসিতা চুঁইয়ে পড়ছে। কোনও দিকে না তাঁকিয়ে রাজকীয়ভাবে এগিয়ে আসছেন অদিতি রাও। গাড় রঙের কোর্ট, মেরুণ টাই পরে, দামী চশমার উপর থেকে তাঁকিয়ে ঠোঁটের কোনায় আলতো হাসি প্রসেনজিৎ-র। 

এই ওয়েবসিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এছাড়াও এই ওয়েবসিরিজে দেখা যাবে অদিতি রাও, রাম কাপুরকে। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতয়ানের পাশাপাশি সৌমিক সেন। এপ্রিলের ৭ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ওয়েব সিরিজ। 

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

যৌন হেনস্তার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল

যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। পরিচালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি আইনগত পরামর্শ নিচ্ছেন।

কঙ্গনার ‘ইমার্জেন্সি’র মুক্তি স্থগিত, আরও কাটছাঁট চায় সেন্সার বোর্ড

কঙ্গনা রানাউতের নতুন ছবি "ইমার্জেন্সি" মুক্তির তারিখ স্থগিত করা হয়েছে শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে। পাঞ্জাবে ছবির ট্রেলার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হওয়ার পর মুক্তির আগে সংশোধনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

দীর্ঘদিন বেকার, তারপর রোজগার ৫০ টাকা, শেষ পর্যন্ত একটা টিভি সিরিয়াল মোড় ঘুরিয়ে দিল জীবনের

শরদ সঙ্কলাকে চেনেন? চেনেন না তো! না চেনাই স্বাভাবিক। আচ্ছা আবদুলকে চেনেন? কোন আবদুল?...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?