রূপালী পর্দায় একসঙ্গে আসতে চলেছে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবির সাফল্যের পর ‘স্পাই প্যাড’ তৈরিতে ব্যস্ত যশরাজ ফিল্মস। ‘পাঠান’, ‘ওয়ার’, ‘টাইগার’-এর মতো ছবির চরিত্রদের নিয়ে এখন স্পাই ইউনিভার্স তৈরি করতে চায় প্রযোজনা সংস্থা।
যশরাজ একটি ছবির পরিকল্পনা করছে যেখানে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ মুখ্য চরিত্রে অভিনয় করবেন। লেডি স্পাইদের নিয়ে ছবি বানাতে চলেছেন তারা। সেখানেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা-ক্যাটরিনাকে।
#LetsCinema Exclusive: YRF is developing a high-budget female centric spy film which stars Katrina Kaif and Deepika Padukone in the lead roles. pic.twitter.com/fi4MAvXP0q
— LetsCinema (@letscinema) May 3, 2023
যশরাজ বিগ বাজেট নারী কেন্দ্রিক স্পাই ফিল্ম তৈরি করতে চলেছে। যেখানে দীপিকা ও ক্যাটরিনা রয়েছেন মুখ্য চরিত্রে।
নেটিজেনরা ইতিমধ্যে সেই ‘স্পাই লেডি’ নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করে দিয়েছেন। যশরাজ স্পাই ইউনিভার্স নিয়ে যে পরিকল্পনা তৈরি করছে তা মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কয়েকজন অনুরাগীদের মতে, এই ‘স্পাই লেডি’ সিনেমায় রণবীর কাপুরকে খলনায়কের চরিত্র দিলে মন্দ হয় না। কারও মন্তব্য, আলিয়ারও ক্যামিও চরিত্রে অভিনয় করা উচিত। আর ছবির নাম হওয়া উচিত ‘উইমেন অব রণবীর’।
ছবি- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন