২০০৭ সালে বচ্চন পরিবারে বিয়ের সানাই বেজে ওঠে। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে হয় অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের। বচ্চন পরিবারে বউ হয়ে যান বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই। তবে একসঙ্গে এতগুলি বছর কাটানোর পরে অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে কী ভাঙন ধরেছে। বলিউডের অন্দরে এইরকম গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে।
সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-র উদ্বোধনী অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণে এক ছাদের নিচে উপস্থিত হয় গোটা বলিউড। অনুষ্ঠানে দ্বিতীয় দিনও হাজির হয়েছিলেন সালমান-শাহরুখরা। হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন অভিনেতা। সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল এই ছবিটি লক্ষ্য করলে স্পষ্টই দেখা যাবে ছবির একদম বাঁ দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।
তবে ঐশ্বর্য মেয়েকে নিয়ে একাই উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। অভিষেক বচ্চনকে একবারের জন্যও দেখা যায়নি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-র উদ্বোধনী অনুষ্ঠানে।
ঐশ্বর্যর পাশে অভিষেক না থাকার জন্যই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে। দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে তবে কী ভাঙনের সুর? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মেয়ে আরাধ্যকে নিয়ে একাই থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন। শ্বশুড়বাড়ির সদস্যদের সঙ্গে বনিবনা না হওয়ার জন্যই নাকি অ্যাশ-অভিষেকের মধ্যে সমস্যা আরও জটিল হয়েছে। তবে এই প্রসঙ্গে ঐশ্বর্য বা অভিষেক কোনও কিছু বলেন নি।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন