বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায়ই নিত্যদিনই শিরোনামে থাকেন। কখনও তিনি বিতর্ককে পিছু করেন, কখনও আবার বিতর্ক যেন তার পিছু নেয়।
অভিনেত্রীর ‘ধাকড়’ বক্স অফিসে আশার আলো না দেখতে পারলেও থেমে থাকেননি তিনি। ‘তেজস’, ‘এমার্জেন্সি’র রিলিজ নিয়ে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই প্রকাশ্যে এল কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ সিনেমার ট্রেলার। চন্দ্রমুখী রূপে একেবারে রাজকীয় বেশে সামনে এলেন অভিনেত্রী ৷
দিন কয়েক আগেই ‘চন্দ্রমুখী ২’ ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে শাড়ি, গয়নায় অভিনেত্রীকে এক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন কঙ্গনা। কারণ ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাটের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া কঙ্গনার পছন্দ হয়নি।
পড়ুন: সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে? ডিসেম্বর থেকে শুরু ছবির শুটিং
তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের পছন্দের সেরাদের নাম প্রকাশ করছিলেন। সেখানে তিনি সেরা অভিনেতা হিসেবে বেছে নিয়েছিলেন ঋষভ শেট্টিকে ‘কান্তারা’ ছবির জন্য। সেরা অভিনেত্রী বেছেছিলেন ম্রুণাল ঠাকুরকে ‘সীতা রমন’ ছবির জন্য।
এছাড়াও তাঁর মতে সেরা ছবি ‘কান্তারা’, সেরা পরিচালক রাজামোলী, সেরা সহ অভিনেতা অনুপম খের, সেরা সহ অভিনেত্রী টাবুকে বেছেছিলেন।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন