করণ জোহর তার সুপারহিট টক শো ‘কফি উইথ করণে’র নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন। ‘সিজন ৮’-এর জন্য শিডিওল লক করার প্রস্তুতি চলছে৷ এটি সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরের কাছাকাছি প্রচারিত হবে।
সূত্রের খবর, সিজন ৮-এর শুরুটা বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরেই হতে যাচ্ছে। পাঠানের দুর্দান্ত সাফল্যের পর শাহরুখ খান প্রথমবারের মতো কোনও শো-তে হাজির হবেন। আর সেটি বলিউড বাদশার দীর্ঘদিনের বন্ধু করণ জোহরের ‘কফি উইথ করণ’ শো-তে তাঁকে দেখা যাবে।
গতবারের সিজনে আসার জন্য অনেক চেষ্টা করেও করণ রাজি করাতে পারেননি শাহরুখ খানকে। তবে এইবার ‘কফি উইথ করণে’ আসার জন্য একেবারে তৈরি বলিউডের পাঠান।
তবে এই শো-তে শুধু শাহরুখই নয়। ‘কফি উইথ করণে’র নতুন সিজনে তারকার তালিকায় থাকবে প্রচুর দক্ষিণী তারকাও। কান্তারার ঋষভ, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, রামচরণ ও জুনিয়ার এনটিআরকে, রশ্মিকা মান্দানা, সামান্তা প্রভুকেও দেখা যাবে ‘কফি উইথ করণে’র নতুন সিজনে।
প্রায় সাত বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর।
‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে ফের পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন করণ। সিনেমাটিতে অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন