দক্ষিণী ছবিতে যাত্রা শুরু দীপিকা পাড়ুকোনের। তাঁর প্রথম তেলেগু ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এই লুকে অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে দীপিকাকে।
‘প্রজেক্ট কে’ সিনেমার নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের ফার্স্টলুক প্রকাশ পেয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। সমালোচনা শুরু হয়েছে সিনেমার ফার্স্টলুক নিয়ে।
নাগ অশ্বিনের পরিচালনায় ‘প্রজেক্ট কে’ সিনেমায় অভিনয় করেছেন প্রভাস ও দীপিকা।
প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে সিনেমাটি তৈরি করা হয়েছে। বাকি অভিনেতাদের মধ্যে রয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো নাম। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি।
জানা গেছে, ২০২১ সালের জুলাই মাসে শুরু হয়েছিল প্রজেক্ট কে-র শ্যুটিং। জানুয়ারিতে প্রকাশ্যে আসে। চলতি বছরে সান দিয়েগোর ‘কমিক কন’ অনুষ্ঠানে মুক্তি পাচ্ছে ‘প্রজেক্ট কে’ ছবির প্রথম ঝলক। তার আগেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোনের লুক।
এই বার যোদ্ধাবেশে প্রকাশ্যে এলেন প্রভাস।
জুন মাসে ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়ে গেছে। অমিতাভ ও দীপিকার না কি এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন