ফের সুখের সংসারে ভাঙন। নেটপাড়ায় কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। তাহলে কী দীপিকা-রণবীরের সংসারে ফাটল ধরল?
দীপিকা-রণবীর গিয়েছিলেন মুম্বইয়ে একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে। সেখানে গাড়ি থেকে নামার পর তাদের আচরণে কিছুটা ‘অসঙ্গতি’ দেখা যায়।
তাঁরা দু’জনেই পরেছিলেন কালো পোশাক। স্ত্রীর জন্য রণবীর অপেক্ষা করছিলেন। দীপিকা গাড়ি থেকে নামার পর দেখে নেন নিজেদের পোশাক ঠিকঠাক আছে কি না।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথাও বলেন তাঁরা।
এরপর স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন রণবীর। দীপিকা দেখেও দেখলেন না, স্বামীর হাতও ধরলেন না, ক্যামেরার দিকে তাকিয়ে সামনে এগিয়ে গেলেন, পাশাপাশি চললেন রণবীর।
সেদিনের অনুষ্ঠানের একটি দৃশ্য চোখে পড়েছে সকলের। রণবীর বারবার দীপিকার হাত ধরতে চাইলেও হাত সরিয়ে নিচ্ছেন অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
কিছুদিন আগেই অস্কার মঞ্চ থেকে ঘুরে এসেছেন দীপিকা। ৯৫তম আসরে সেরা সিনেমা এবং কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিতে বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে ছিলেন নায়িকা। এর আগে কাতার ফুটবল বিশ্বকাপে সমাপনী দিনে ট্রফি উন্মোচনও করেন তিনি।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন।