Homeবিনোদনদীপিকা শেয়ার করলেন ‘ফাইটার’-এর টিজারের দৃশ্য, চরম কটাক্ষের মুখে পড়লেন হৃত্বিক

দীপিকা শেয়ার করলেন ‘ফাইটার’-এর টিজারের দৃশ্য, চরম কটাক্ষের মুখে পড়লেন হৃত্বিক

প্রকাশিত

বলিউডে প্রথমবার এক ছবিতে একসঙ্গে দেখা যাবে হৃত্বিক রোশনকে। অ্যাকশনে ভরপুর ছবির নাম ‘ফাইটার’। তবে স্ক্রিনে দু’জন ফাইট করবেন না, বরং জুটি হিসেবেই কাজ করবেন তারা। 

সম্প্রতি ছবির টিজারের একটি দৃশ্য শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন। সামনে উন্মুক্ত দিগন্ত। এয়ারফোর্সের পোশাকে ফাইটার জেটের সামনে দাঁড়িয়ে হৃত্বিক।

যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

হৃত্বিকের সেই লুক সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। নেটবাসীর কাছে ট্রোলের শিকারও হলেন অভিনেতা। একজন লিখছেন, তিনি স্বস্তির টম ক্রুজ। যদিও ট্রোল খুব একটা হৃত্বিককে স্পর্শ করে না।

তবে ‘ফাইটার’-এর ফার্স্ট লুকে হৃত্বিককে এক ঝলক দেখলে ‘টপ গান: ম্যাভেরিক’-এ টম ক্রুজের এয়ারফোর্সের ইউনিফর্ম পরা লুকের কথাই মনে পড়ে। সেই একই ফ্রেম, একই শারীরিক অভিব্যক্তি। শুধু অভিনেতা আলাদা।

পড়ুন: মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র প্রথম গান ‘তুম ক্যায়া মিলে’, চরম কটাক্ষের শিকার রণবীর

‘ফাইটার’ ছবি প্রসঙ্গে সিদ্ধার্থ আনন্দ লিখেছেন, প্রিয় দুই তারকা হৃত্বিক ও দীপিকাকে একসঙ্গে আনতে পারাটা আমার জীবনের অন্যতম উত্তেজনার ঘটনা। ভারতে অ্যাকশন ফিল্ম তৈরির জন্য একনিষ্ঠ প্রোডাকশন হাউস ‘মারফ্লিক্স’ এর সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে দারুণ লাগছে। 

‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের মতে দেশের প্রথম ‘এরিয়াল অ্যাকশন’ ছবি ‘ফাইটার’। ছবিতে থাকতে চলেছে একাধিক এরিয়াল অ্যাকশান। শূন্যে মারামারি করার দৃশ্যে অভিনয় করার জন্য ছবির শুটিং শুরু হওয়ার বহু দিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন হৃত্বিক।

ছবির চিত্রনাট্য অনুযায়ী দেশের একাধিক বিমানঘাঁটিতে শুটিং হয়েছে ছবির। আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে শুরু করে হায়দ্রাবাদের ডান্ডিগল বিমানসেনা অ্যাকাডেমিতে শুটিং করেছেন হৃত্বিক। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আরও পড়ুন

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।