চাঁদের পাহাড় এই ছবিটি এসভিএফ-এর ব্যানারে মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এসভিএফ-এর সঙ্গে দেবের সবথেকে বড় ফ্র্য়াঞ্চাইজি এই ছবি। পরিচালক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
৪ বছর পরে সিক্যুয়েল অ্যামাজন অভিযান মুক্তি পেয়েছিল। সেখানেও দেব আর কমলেশ্বর মুখোপাধ্যায় কাজ করেছিলেন।
তবে এইবার কমলেশ্বর মুখোপাধ্য়ায় এসভিএফ-এর ব্যানারেই তৃতীয় পর্ব তৈরি করতে চলেছেন। সেই ছবিতেই না কি ফের শংকরের চরিত্রে দেখা যাবে দেবকে। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দেব ও কমলেশ্বর দু’জনেই।
পড়ুন: কার সঙ্গে চুপিচুপি দেখা করতে গেলেন মধুমিতা? কী জানালেন অভিনেত্রী?
চাঁদের পাহাড় ছবিতে শঙ্কর গেছিল আফ্রিকার জঙ্গলে। দ্বিতীয় পর্ব অ্যামাজন অভিযান সেখানে দেব এল ডোরাডো রহস্যের সন্ধানে বেরিয়েছিল। টলিপাড়ায় গুঞ্জন তৃতীয় পর্বের জন্য প্রযোজকরা বেছে নিয়েছেন সাইবেরিয়াকে। তবে এই ছবির বিষয়ে এখনও সবকিছুই গোপন রাখতে চাইছেন নির্মাতারা।
চাঁদের পাহাড়ের নায়ক বাংলার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা তরুণ শঙ্কর। অ্যাডভেঞ্চারাস এই তরুণ বুদ্ধিমান, আত্মপ্রত্যয়ী, এবং চ্যালেঞ্জ নিতে ভালবাসে। সিনেমায় তরুণের গল্প শুরু হয় ১৯০৯ সাল দেখিয়ে। সেই বছর উগান্ডার মুম্বাসা রেলওয়েতে কাজের উদ্দেশ্যে দেশ ছেড়ে সুদূর আফ্রিকাতে পাড়ি জমায় শঙ্কর। কিন্তু আফ্রিকায় পৌঁছতে না পৌঁছতেই বাজে সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাকে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন