রীতিমতো বড় চমক নিয়ে এলেন দেব। ২০২৩-এ একের পর এক ধামাকাদার খবর দিয়ে চলেছেন দেব। এইবার একসঙ্গে হাত মেলাচ্ছেন দেব ও সোহম।
সূত্রের খবর, এই দুই নায়কেরই রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে, এবার দুই প্রযোজনা সংস্থা নাকি যৌথ উদ্যোগে তৈরি করবে একাধিক ছবি। ইতিমধ্যে বেশ কিছু সিনেমা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। কিছু গল্প নিয়ে সিনেমা তৈরি করার কথাও ভাবা হচ্ছে। প্রযোজক হিসেবে দেব ইতিমধ্যেই সফল, তাঁর বেশ কিছু সিদ্ধান্ত ও ছবি নির্বাচন বাহবা কুড়িয়েছে।
তবে সোহম সেইভাবে প্রযোজনায় সাফল্য না পেলেও, এবার এই দুই নায়কের যৌথভাবে কাজ করায়, বাংলা ইন্ডাস্ট্রির যে ভালোই হবে তা নিশ্চিত। তবে এইরকম হতেই পারে যে এই যৌথ প্রযোজনার সব ছবিতে দেব বা সোহম কাউকেই অভিনয় করতে দেখা গেল না।
অন্দরের খবর, এই প্রসঙ্গে এখনও দেব বা সোহম কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই এখনও ঘোষণা করেননি।
দেব এখন ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন ঝাড়খন্ডে। সেখানে শুরু হয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র তৃতীয় পর্বের শুটিং। সেট থেকেই সাদা-কালো ছবি শেয়ার করেছেন অভিনেতা-প্রযোজক।
এই প্রথমবার সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করছেন দেব। সেখানেই ব্যোমকেশ লুকে সাদাকালো ফ্রেমে আরও এক ছবি দিলেন তিনি। বসে রয়েছেন চেয়ারে। তা দেখা মাত্রই মুগ্ধ ভক্তরা।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন