Homeবিনোদনদেবের প্রযোজনায় বড়ো পর্দায় আসছে নটী বিনোদনী 

দেবের প্রযোজনায় বড়ো পর্দায় আসছে নটী বিনোদনী 

প্রকাশিত

একের পর এক ছবি ঘোষণা করছেন প্রযোজক দেব। মুম্বইনিবাসী বাঙালি পরিচালকের সঙ্গে হাত মেলালেন দেব। নটী বিনোদিনীকে বড়ো পর্দায় আনছেন তিনি। স্টার থিয়েটার ও গিরিশচন্দ্র ঘোষের কথা উঠলেই চলে আসে আরও একটি নাম।

মঞ্চে তাঁর অভিনয় দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। বিনোদিনী দাসীর ক্থা এখানে উঠে আসছে। মঞ্চে তিনি পরিচিত নটী বিনোদিনী নামে। এই বার সেই বর্ণময় চরিত্রকে পর্দায় তুলে ধরছেন দেব।

প্রমোদ ফিল্মস থেকে প্রতীক চক্রবর্তী এবং অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগিতায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস থেকে দেব অধিকারী প্রযোজিত এই ছবিটি বাংলা এবং মুম্বইয়ের প্রতিভাবান অভিনেতাদের একটা সম্পূর্ণ দল নিয়ে কাজ করছে।

দেব জানিয়েছেন, “এটা বাংলা থিয়েটার এবং বিনোদিনী দাসীর দেড়শো বছর পূর্তির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা”, বলেছেন প্রযোজক দেব অধিকারী। তিনি আরও বলেন, “রামকমল যখন এই প্রজেক্টটার কথা বলেছিলেন, তখন আমার মনে হয়েছিল যে, আমাদের সঠিক দৃষ্টিভঙ্গীর অধীনে থেকে এই গল্পটা বলা দরকার। তিনি এই বিষয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এবং তাঁর উৎসর্গ নিয়ে প্রশ্ন তোলা যায় না।”

এই ছবিতে নটীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। তার পরনে গেরুয়া বসন। খোলা চুল। কপালে কাটা তিলক। গায়ে গেরুয়া উত্তরীয়, কণ্ঠী। রয়েছে পৈতেও। মঞ্চে নটী বিনোদিনীর ভঙ্গিমাতেই দু’ হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন রুক্মিণী মৈত্র। বিনোদিনী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে গিরিশ ঘোষ, অমৃতলাল, জ্যোতিরিন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, কুমার বাহাদুর এবং রঙ্গবাবুর মতো চরিত্রদেরও। তবে কে কোন ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও ঠিক হয়নি। যদিও এই সিনেমায় কোনো চরিত্রে দেবকে অভিনয় করতে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। তবে ছবির পিছনের কারিগর যে তিনি সেটা স্পষ্ট করেছেন।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

যৌন হেনস্তার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল

যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। পরিচালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি আইনগত পরামর্শ নিচ্ছেন।

কঙ্গনার ‘ইমার্জেন্সি’র মুক্তি স্থগিত, আরও কাটছাঁট চায় সেন্সার বোর্ড

কঙ্গনা রানাউতের নতুন ছবি "ইমার্জেন্সি" মুক্তির তারিখ স্থগিত করা হয়েছে শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে। পাঞ্জাবে ছবির ট্রেলার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হওয়ার পর মুক্তির আগে সংশোধনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

দীর্ঘদিন বেকার, তারপর রোজগার ৫০ টাকা, শেষ পর্যন্ত একটা টিভি সিরিয়াল মোড় ঘুরিয়ে দিল জীবনের

শরদ সঙ্কলাকে চেনেন? চেনেন না তো! না চেনাই স্বাভাবিক। আচ্ছা আবদুলকে চেনেন? কোন আবদুল?...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?