Homeবিনোদনদেবের প্রযোজনায় বড়ো পর্দায় আসছে নটী বিনোদনী 

দেবের প্রযোজনায় বড়ো পর্দায় আসছে নটী বিনোদনী 

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

একের পর এক ছবি ঘোষণা করছেন প্রযোজক দেব। মুম্বইনিবাসী বাঙালি পরিচালকের সঙ্গে হাত মেলালেন দেব। নটী বিনোদিনীকে বড়ো পর্দায় আনছেন তিনি। স্টার থিয়েটার ও গিরিশচন্দ্র ঘোষের কথা উঠলেই চলে আসে আরও একটি নাম।

মঞ্চে তাঁর অভিনয় দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। বিনোদিনী দাসীর ক্থা এখানে উঠে আসছে। মঞ্চে তিনি পরিচিত নটী বিনোদিনী নামে। এই বার সেই বর্ণময় চরিত্রকে পর্দায় তুলে ধরছেন দেব।

প্রমোদ ফিল্মস থেকে প্রতীক চক্রবর্তী এবং অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগিতায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস থেকে দেব অধিকারী প্রযোজিত এই ছবিটি বাংলা এবং মুম্বইয়ের প্রতিভাবান অভিনেতাদের একটা সম্পূর্ণ দল নিয়ে কাজ করছে।

দেব জানিয়েছেন, “এটা বাংলা থিয়েটার এবং বিনোদিনী দাসীর দেড়শো বছর পূর্তির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা”, বলেছেন প্রযোজক দেব অধিকারী। তিনি আরও বলেন, “রামকমল যখন এই প্রজেক্টটার কথা বলেছিলেন, তখন আমার মনে হয়েছিল যে, আমাদের সঠিক দৃষ্টিভঙ্গীর অধীনে থেকে এই গল্পটা বলা দরকার। তিনি এই বিষয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এবং তাঁর উৎসর্গ নিয়ে প্রশ্ন তোলা যায় না।”

এই ছবিতে নটীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। তার পরনে গেরুয়া বসন। খোলা চুল। কপালে কাটা তিলক। গায়ে গেরুয়া উত্তরীয়, কণ্ঠী। রয়েছে পৈতেও। মঞ্চে নটী বিনোদিনীর ভঙ্গিমাতেই দু’ হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন রুক্মিণী মৈত্র। বিনোদিনী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে গিরিশ ঘোষ, অমৃতলাল, জ্যোতিরিন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, কুমার বাহাদুর এবং রঙ্গবাবুর মতো চরিত্রদেরও। তবে কে কোন ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও ঠিক হয়নি। যদিও এই সিনেমায় কোনো চরিত্রে দেবকে অভিনয় করতে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। তবে ছবির পিছনের কারিগর যে তিনি সেটা স্পষ্ট করেছেন।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

সাম্প্রতিকতম

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

আরও পড়ুন

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।