টলিউড সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিনী মৈত্র বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছেন। চলতি বছরেই কী বিয়ে করবেন এই তারকা যুগল। এই প্রশ্নই বেশ অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
বেশিরভাগ সিনেমায় দেবের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেন রুক্মিণীই। সদ্য মুক্তি পেয়েছে দেব রুক্মিণী অভিনেত্রী সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। যা বর্তমানে রমরমিয়ে চলছে বক্স অফিসে। এই সিনেমাতেও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।
পড়ুন: ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ ছবিতে বড়সড় বদল, রণবীরের বিপরীতে কাকে দেখা যাবে?
তবে টলিপাড়ার এই সেলেব কাপলকে দেখলে প্রায় সব ভক্তদের মনে আসে একটাই প্রশ্ন। বাস্তবে কবে বিয়ে করবেন সেলেব কাপল।
এতদিন দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে যতবারই প্রশ্ন উঠেছে ততবারই দুজনে কোনো না কোনোভাবে এড়িয়ে গিয়েছেন বিয়ের প্রসঙ্গ। তবে এদিন আর কোনো রাখঢাক না রেখে রুক্মিণীর সাথে বিয়ে প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল দেবকে।
সংবাদ সূত্রে খবর, ‘বাস্তব জীবনের বিয়ে নিয়ে খানিক আশঙ্কা প্রকাশ করেই অভিনেতা জানিয়েছেন ‘ভালো থাকাটা সত্যিই আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। যেভাবে বিয়ে ভাঙছে। যেভাবে ট্রাস্ট ইস্যু হচ্ছে, সেই জায়গা থেকে আমি আর রুক্মিণী সত্যি খুব ভালো আছি। অবশ্যই আমাদের দু’জনের পরিবার আছে, তারাও চায় আমরা বিয়েটা করে ফেলি’।
সেইসাথে অভিনেতা বলেছেন, তাঁর মনে হয় বিয়েটা জীবনে কোনও শেষ কথা নয়। তাঁরা দুজন-দু’জনকে নিজেদের কাজে যেভাবে সাহায্য করছেন আর একে অপরকে সাহায্য করছেন তাতেই খুশী দেব। তবে দেব এটাও স্পষ্ট করে জানিয়েছেন বিয়ে করলেও তা ধুমধাম করে করবেন না তিনি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন