অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর অভিনীত পরিচালক আলি আব্বাস জাফরের ছবি ‘ব্লাডি ড্যাডি’ ফার্স্টলুকের পর মুক্তি পেয়েছিল ছবির অ্যাকশন প্যাকড টিজার।
তবে এইবার মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির ট্রেলারে রয়েছে ভরপুর অ্যাকশন। আর এই অ্যাকশনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারকোটিক্স অফিসার শাহিদ।
তাঁর কাছেই রয়েছে মাদক ভরতি ব্যাগ। যা পেতে মরিয়া মাদক কারবারি রণিত রায়, সঞ্জয় কাপুররা।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডিয়ানা পেন্টি, রাজীব খাণ্ডেলওয়াল। এছাড়াও দেখা যাবে অঙ্কুর ভাটিয়া, ভিভান ভাতেনা, জিশান কাদরি, মুকেশ ভাটকে।
আগামী ৯ জুন ওটিটিতে মুক্তি পাবে ব্লাডি ড্যাডি। চলতি বছরের শুরুতেই ওটিটিতে ডেবিউ করেছেন শাহিদ কাপুর। একটি বিদেশী ছবির গল্প নিয়ে যে তৈরি হয়েছে শাহিদ কাপুরের ব্লাডি ড্যাডি। ড্রাগ মাফিয়াদের খপ্পড়ে পড়ে শাহিদের ছেলে। তারপর কিভাবে নিজের ছেলেকে মুক্ত করে সেই গল্প নিয়েই তৈরি করেছেন পরিচালক আলি আব্বাস জাফর। ২০১১ সালের ফ্রেঞ্চ ছবি ‘ন্যুট ব্লানশ’-এর অফিসিয়াল হিন্দি রিমেক এই ছবি।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন