গোয়েন্দা গল্প বাঙালির খুব প্রিয়। তাই এখন দর্শক মনোরঞ্জনের জন্য টলিউড এখন বেছে নিয়েছে গোয়েন্দা সম্পর্কিত বিভিন্ন গল্প।
বাঙালির গোয়েন্দা গল্প-প্রীতি নতুন কিছু নয়। কী সাহিত্যে, কী ফিল্মে, বাঙালির কাছে গোয়েন্দা গল্প বা থ্রিলারের জনপ্রিয়তা চিরকালীন। যেহেতু বাঙালি বুদ্ধিমান জাতি, তাই তারা বই পড়তে পড়তে বা সিনেমা দেখতে দেখতে নিজেরাই গল্পের রহস্য সমাধান করতে থাকে। ঠিক সেই কারণেই গোয়েন্দা গল্পের জনপ্রিয়তা এত বাংলায়।
তবে আরও একবার গোয়েন্দা গল্পে দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বন নতুন সিনেমা তৈরি করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেখানেই মুখ্য় ভূমিকায় গোয়েন্দারূপে ধরা দেবেন আবির চট্টোপাধ্য়ায়। যে চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়।
বুধবার প্রকাশ্যে এল ‘বাদামী হায়নার কবলে’ সিনেমার মোশন পোস্টার। শেয়ার করে আবির লিখেছেন, ‘নস্ট্যালজিয়ায় ভরপুর। আসছে দীপক চ্যাটার্জী। দু’হাতে দুটো পিস্তল, আর এক হাতে টর্চ!’
এই ছবিতে আবির ছাড়াও অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায় এবং শাঁওলি চট্টোপাধ্যায়ও। সিনেমার প্রযোজনা করছে এসভিএফ সংস্থার হইচই স্টুডিও।
ফেলুদা, ব্যোমকেশ সহ সমস্ত চরিত্রে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন দর্শকদের। ২০০৯ সালে ক্রস কানেকশন ছবির মাধ্যমে প্রথমবার বাংলা সিনেমা জগতে পা রাখেন তিনি। একের পর এক হিট সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। ব্যোমকেশ থেকে ফেলুদা সব চরিত্রেই তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন