প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্র দ্রৌপদী। তিনি ছিলেন অনিন্দ্য সুন্দরী। মানবীর শরীরে যাকে বলা যেত সাক্ষাৎ দেবী। ঐতিহাসিক এই চরিত্রে বড় পর্দায় এইবার হাজির হচ্ছেন দীপিকা পাড়ুকোন।
ছবির পরিচালক এস এস রাজামৌলি জানিয়েছেন, দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে গল্পটি সাজানো হবে। পৌরানিক বিষয়ের উপর নির্ভর করে ‘মহাভারত’ নির্মাণ করা, তাঁর অনেক দিনের স্বপ্ন রয়েছে। ছবিটি ১০টি ভাগে তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।
শোনা যাচ্ছে, ‘মহাভারত’ এর বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য জুনিয়র এনটিআর, রাম চরণ, দীপিকা পাড়ুকোন সহ আরও অনেক নামী অভিনেতাকে কাস্ট করা হতে পারে।
দ্রৌপদীর চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।
দীপিকা এর কারণ ব্যাখ্যা করেছেন, ‘পৌরাণিক কাহিনি ও সাংস্কৃতিক প্রভাবের জন্য মহাভারত জনপ্রিয়। অনেকে মহাভারত থেকে জীবনের অনেক শিক্ষা নিয়ে থাকেন। তবে তাদের বেশিরভাগই পুরুষ। তাই নতুন একটি দৃষ্টিকোণ থেকে গল্পটি বললে আকর্ষণীয় তো লাগবেই, একইসঙ্গে তা হবে অর্থবহ।’
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে দীপিকার।
দীপিকা জানান, এইগুলো কাজে লাগাতে প্রস্তুত তিনি, ‘দ্রৌপদী চরিত্রে অভিনয় করবো, এটা আমার জন্য সম্মানের ব্যাপার। আমি বিশ্বাস করি, এক জীবনে এমন চরিত্র একবারই মেলে।’
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন