ফের চারবছর পর একসঙ্গে ঋত্বিক ও শ্রাবন্তী। সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এ জুটি বাঁধছেন তাঁরা। রবীন্দ্র জয়ন্তীর দিন তাঁদের সিনেমার প্রথম পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে।
‘এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প।‘, এই ক্যাপশন দিয়েই ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করেছেন ঋত্বিক চক্রবর্তী। যাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট ছবির সামনে ‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’। রয়েছে নোবেল পুরস্কার। তার পাশেই আবার দেখা যাচ্ছে রক্তাক্ত ছুরি।
এসকে মুভিজের প্রযোজনায় এই ছবি তৈরি হবে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন সায়ন্তন ঘোষাল।
নতুন এই গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া ও অভীককে। এই দুই চরিত্রেই ঋত্বিক ও শ্রাবন্তীকে দেখা যেতে পারে বলে খবর। তবে গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়কে দেখা যাবে বলে জানা গিয়েছে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন