‘দ্য় কেরলা স্টোরি’র বিপুল সাফল্যের পর এইবার আরও একবার জুটি বাঁধতে চলেছেন বিপুল অমৃতলাল শাহ এবং সুদীপ্ত সেন ৷ এই প্রযোজক-পরিচালক জুটির হাত ধরে এইবার আসতে চলেছে ‘বস্তার’৷ সোমবার তাঁদের এই নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন সুদীপ্ত ৷
সদ্য প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্সের তরফ থেকে ট্যুইট করে বলা হয়েছে এইকথা। টুইটে জানানো হয়েছে, ‘আমাদের পরবর্তী প্রকল্প ‘বস্তার’-ছবির কথা জানাচ্ছি। আরেকটি আকস্মিক সত্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন যা আপনাকে নির্বাক করে দেবে।
পরিচালক টুইটারে লিখেছেন, ‘২০১০ সালের ৬ এপ্রিল। ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলার চিন্তলনীড় গ্রামে উগ্রপন্থীরা কেন্দ্রীয় বাহিনীর ৭৬ জন জওয়ানকে হত্যা করে। ঘটনার ঠিক ১৪ বছর পর ওই গণহত্যা সুবিচার পাবে।‘
April 6, 2010.
— Sudipto SEN (@sudiptoSENtlm) June 26, 2023
76 CRPF jawan and 8 poor villagers were killed in an bloodiest attack by the terrorists, in Chintalner village of Dantewada District of Bastar, Chhattisgarh. After exactly 14-years, the poetic justice will be delivered.#Bastar … Our humble presentation after… pic.twitter.com/qXZlOJsprp
ছবির পোস্টার শেয়ার করেছেন পরিচালক। যেখানে দেখা যাচ্ছে জঙ্গল। এইভাবে ছবির কথা ঘোষণা করেছেন সুদীপ্ত সেন।
জানা গেছে, সত্য় ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হবে এই ছবি ৷ সুদীপ্ত এও জানিয়েছেন আগামী বছর এপ্রিলেই মুক্তি পাবে ‘বস্তার’ ৷
পড়ুন: হলিউডে নতুন চরিত্রে আলিয়া, মুক্তি পেল ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার
৫ মে মুক্তি পেয়েছিল দ্য কেরালা স্টোরি। ছবির ট্রেলার লঞ্চ থেকে একের পর এক সমস্যায় পড়তে হয়েছিল ছবির পরিচালক থেকে পুরো টিমকে। একাধিক আইনি মামলায় জড়িয়েছেন। ছবির গল্প আবর্তিত হয়েছে শালিনির জীবন ঘিরে। সে ও তাঁর দুই বন্ধু কীভাবে ট্র্যাপে পড়ে তা ফুটে উঠেছে ছবিতে। ছবিতে ঘিরে বিতর্ক শুরু হয়েছে ট্রেলার মুক্তি থেকে। একটি বিতর্কের অবসান হতে শুরু হয়েছিল অন্য বিতর্ক। সবরকম বাধাকে পেরিয়ে ছবির আয় গড়েছে রেকর্ড।
ছবি- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন