চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা-গড়ার খেলা যেন লেগেই থাকে। যখন যেভাবে নিজেকে ফুটিয়ে তোলা দরকার সেই কঠিন কাজ প্রতিনিয়ত করে চলেন তারকারা।
পরিচালক শুভ্রজিতের মিত্রের বহুদিনের গবেষণার ফসল হতে চলেছে ‘দেবী চৌধুরানী’। শুভ্রজিৎ-এর পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী এবং প্রসেনজিৎ ৷ এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
শুভ্রজিতের কথায়, এই ছবিতে গুরুত্ব পাবে মূলত ১৭৭০ থেকে ১৭৮০ সালে বাংলার সময়টা। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চলছে। সন্ন্যাসী-ফকির বিদ্রোহ। যে সংগ্রাম দমন করতে নাস্তানাবুদ হতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তৎকালীন বাংলার জেনারেল ওয়ারেন হেস্টিংসকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড অনুসারে সন্ন্যাসী বিদ্রোহের যে রেকর্ড পাওয়া যায় তাতে দেবী চৌধুরানি ও ভবানি পাঠকের নাম রয়েছে।
শুধু বাংলা নয়, ছবিটি ভারতীয় হিন্দি ভাষায়ও মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে প্রি-প্রোডাকশনে। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।
আরও পড়ুন: মুক্তি পেল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র ট্রেলার
এই সিনেমায় বিশেষ গুরুত্ব পাবে সেই সময়ের সন্ন্যাসী বিদ্রোহ। যা দমন করতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ব্রিটিশদের। এতে অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর, ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। যিনি ‘বাজিরাও মাস্তানি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘কামিনে’, ‘দঙ্গল’-এর মতো একাধিক সিনেমায় অ্যাকশনের দৃশ্য পরিচালনা করেছেন।
সূত্রের খবর, ৫ মাস ধরে চলবে প্রি-প্রোডাকশনের কাজ। সেই সময় অন্যান্য চরিত্রে কারা থাকবেন তাও নির্ধারণ করা হবে। সঙ্গে চলবে চরিত্রদের লুক টেস্ট ও ওয়ার্কশপ। সব ঠিক থাকলে ২০২৪ সালেই মুক্তি পেতে পারে ‘দেবী চৌধুরানী’।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us