Home বিনোদন প্রকাশ্যে এল খুফিয়া’-র  ট্রেলার, কোথায় দেখা যাবে এই ছবি?

প্রকাশ্যে এল খুফিয়া’-র  ট্রেলার, কোথায় দেখা যাবে এই ছবি?

বিশাল ভরদ্বাজের ছবি  ‘খুফিয়া’-র  ট্রেলার মুক্তি পেল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তাব্বু, আলি ফজল, ওয়ামিকা গাব্বি। এঁদের সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

0

বিশাল ভরদ্বাজের ছবি  ‘খুফিয়া’-র  ট্রেলার মুক্তি পেল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তাব্বু, আলি ফজল, ওয়ামিকা গাব্বি। এঁদের সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

ওয়েব সিরিজের মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এইবার মুম্বাই পাড়ি দিয়েছেন বাংলাদেশের   অভিনেত্রী। বিশাল ভরদ্বাজের আগামী হিন্দি রহস্য-রোমাঞ্চ ছবিতে অভিনয় করতে চলেছেন বাঁধন।

পড়ুন: ফের ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন অ্যাটলি, বিজয় সেতুপতিকে নিয়ে কী চিন্তা-ভাবনা পরিচালকের?

সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’সিরিজে অভিনয় করে ইতিমধ্যেই এপার বাংলায় জনপ্রিয় বাঁধন। 

সম্প্রতি বিশাল ভরদ্বাজ ইনস্টাগ্রামে আজমেরির সঙ্গে ছবি আপলোড করেছেন। তারপরেই প্রকাশ্যে এসেছে এই খবর। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পরিচালকের সঙ্গে ছবি দেন শিলাজিৎও। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘দিল্লি চলো’।

ছবিতে আলির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। বলিউডে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন ‘জুবিলি’, ‘চার্লি চোপড়া’ খ্যাত অভিনেত্রী। তাব্বু, আলি ফজলের মতো পোড় খাওয়া অভিনেতাদের পাশেও নজর কেড়েছেন। চমকে দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বেশ বলিষ্ঠ চরিত্রে রয়েছেন তিনি। ট্রেলারে এমন আভাসই মিলছে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আশিস বিদ্যার্থী।

প্রসঙ্গত, বিশালের ‘খুফিয়া’ ২০১২-য় অমর ভূষণের লেখা ‘এস্কেপ টু নো হোয়্যার’ রহস্য-রোমাঞ্চ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। ২০২১ সালে এই ছবির ঘোষণা করা হয়েছিল। সে বছরের অক্টোবর মাসে শুরু হয়েছিল শুটিং। ২০২২ সালের এপ্রিল মাসে ছিল শুটিংয়ের ফাইনাল শিডিউল। তারপর হয় পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী ৫ অক্টোবর থেকে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে দেখা যাবে ‘খুফিয়া’। 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version