খুব শীঘ্রই না কি প্রযোজক করণ জোহরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সল্লুমিঞা। বলিপাড়া থেকে মিলছে এমনটাই আপডেট। করণের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায় তে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। সেই থেকেই কেজোর সঙ্গে অভিনেতার দারুণ বন্ধুত্ব।
এত বছরেও সালমানকে নিয়ে আর ছবি করেননি ধর্মার কর্ণধার। অবশেষে করণ জোহরের ছবিতে অভিনয় করতে চলেছেন ভাইজান। যদিও শুধুমাত্র ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন করণ জোহর। ছবিটি সহ প্রযোজনা করবেন সালমান খান। পরিচালনার দায়িত্ব সামলাবেন কেজোর এক ঘনিষ্ঠ পরিচালক।
পড়ুন: ‘সিংহম এগেইন’ ছবিতে মুখ্য ভূমিকায় নতুন মুখ, পরিচালক রোহিত কাকে বেছে নিলেন?
শোনা যাচ্ছে, ছবির বাজেট না কি হতে চলেছে আকাশ ছোঁয়া। কয়েক মাসের মধ্যেই সেই ছবির শ্যুটিংও শুরু করে দেবেন সল্লু। আগামী বছর ইদে মুক্তি পাবে সালমান-করণ জুটির এই নতুন ছবি। অবশ্য সালমনের নায়িকা কে হতে চলেছেন কিংবা আর কে কে থাকছেন ছবিতে তা এখনও জানা যায়নি।
এইবছর দিওয়ালিতে মুক্তি পাবে ‘টাইগার ৩’। টাইগার সিরিজের যে কটি ছবি মুক্তি পেয়েছে সবগুলি সাফল্য পেয়েছে। এইবার আসছে টাইগার ৩। এই ছবিতে সালমান খান তো বটেই। থাকছেন ক্যাটরিনা, ইমরান হাসমি।
কিসি কা ভাই, কিসি কি জান’ ছবি নিয়ে দর্শক মনে দীর্ঘদিন ছিল উত্তেজনা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us